কলকাতা: জাগো বাংলা সম্পাদকীয়তে লেখার কারণে বহিষ্কার করা হতে পারে অজন্তা বিশ্বাসকে। দিন কয়েক আগেই তৃণমূলের পত্রিকা জাগো বাংলায় কলম ধরার জন্য সিপিএম থেকে শোকজ করা হয় অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাসকে। এবার তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে আলিমুদ্দিনের তরফ থেকে।
আরও পড়ুন- অজন্তার পাশে দাঁড়িয়ে সিপিএমকে তুলোধোনা ক্ষিতিকন্যা বসুন্ধরার
বেশ কয়েকদিন ধরেই জাগো বাংলার সম্পাদকীয় কলমে লিখছেন অনিল কন্যা। শুক্রবারের কলমে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছেন। এরপরেই অসন্তোষ সৃষ্টি হয় দলের অন্দরে। দলের তরফ থেকে জানানো হয় চিরপ্রতিদ্বন্দ্বি তৃণমূলের কাগজে লেখালেখি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন অজন্তা। ফলে শোকজ করার সিদ্ধান্ত হয় অজন্তা বিশ্বাসকে।
নিরব থাকেননি অনিল কন্যা। তিনিও জানিয়েছেন, “বঙ্গ নারী নিয়েই তিনি গবেষণা করছেন। ইতিহাসের ছাত্রী হিসেবে বর্তমান সময়ে প্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে অস্বীকার করা সম্ভব নয়। পুরুষ শাসিত বাংলার রাজনীতিতে তিনি একাই লড়াই করে চলেছেন এবং তাঁর অবদান অনস্বীকার্য।” এই পরিস্থিতিতে দল শোকজ করলেও নিজের অবস্থানে অনড় ছিলেন অজন্তা বিশ্বাস।
আরও পড়ুন-জাগো বাংলায় কলম ধরার জন্য অজন্তাকে শো-কজ সিপিএমের
মঙ্গলবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন দল অসন্তুষ্ট। তবে, নিজের অবস্থান বদল করে ভুল স্বীকার করলে তাঁর শাস্তির বিষয় নিয়ে নতুন করে ভাবতে পারে দল। তবে, আলিমুদ্দিন সূত্রে জানা গিয়েছে অজন্তা বিশ্বাসকে বহিষ্কারের পথেই হাঁটতে চলেছে সিপিএম।