দুর্গাপুর: কানে পুরনো দিনের টেলিফোন। পরনে খাকি পোশাক। বিক্ষোভ বিএসএনএল কর্মীদের। তবে সবটাই সাজানো। তৃণমূল কর্মীরা বিএসএনএল কর্মী সেজে অভিনব বিক্ষোভে সামিল হল দুর্গাপুরে।
আরও পড়ুন: রাহুলের ‘ব্রেকফাস্ট পে চর্চা’য় তৃণমূলের এক ঝাঁক মুখ
কেন্দ্র বিক্রি করতে চাইছে টেলিকম সংস্থাকে। এরই প্রতিবাদে মঙ্গলবার দুর্গাপুর বিএসএনএলের প্রধান কার্যালয়ের মূল গেটের সামনে তৃণমূল কর্মীরা আন্দোলনে নামেন। রীতিমতো পুরোনো দিনের টেলিফোনের রিসিভার কানে ধরে, খাকি পোশাক পরে এই আন্দোলনে সামিল হল শহরের তৃণমূলের কর্মী সমর্থকরা। তাঁদের হাতে ছিল পোস্টার। তাতে লেখা বেসরকারিকরণ কার স্বার্থে মোদি সরকার জবাব দাও। তাঁদের দাবি, পরিকল্পিতভাবে কেন্দ্রীয় সরকার একটার পর একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করার চেষ্টা করছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি বিক্রিও করে দিয়েছে। কিন্তু একমাত্র সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলকে কোনওভাবেই বিক্রি করা যাবে না।
আরও পড়ুন: শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু তদন্তে ফের কাঁথি থানায় সিআইডি
কেন্দ্রের সরকার বিএসএনএলকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। তার বিরুদ্ধেই এদিনের এই প্রতিবাদ, আন্দোলন বলে জানান তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই.এন.টি.টি.ইউ.সি পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিশ্বনাথ পারিয়াল। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার তাঁর সিদ্ধান্ত থেকে না সরলে তাঁদের এই আন্দোলন চলতেই থাকবে।