ওয়েব ডেস্ক : ভয়াবহ দুর্ঘটনা (Accident) দক্ষিণ আফ্রিকায় (South Africa)। এর জেরে মৃত্যু (Death) হল অন্তত ৪২ জনের। জানা যাচ্ছে, বাসটি জিম্বাবোয়ে থেকে দক্ষিণ আফ্রিকার দিকে ফিরছিল। সেই সময় খাদে পড়ে যায় বাসটি। ঘটনাটি প্রোটিয়া থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তরে লুই ট্রাইচার্ড শহরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর।
দক্ষিণ আফ্রিকার (South Africa) ট্রাফিক ম্যানেজমেন্টের এক আধিকারিক বলেছেন, বিপজ্জনক পাহাড়ি রাস্তা থেকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি। তার পর সেটি গিয়ে পড়ে নিচে খাদে। সেই দুর্ঘটনার বেশ কিছু ছবি সামনে এসেছে। দেখা গিয়েছে, নীল রঙের একটি বাস দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে।
আরও খবর : আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল বিমান! মৃত ২
ঘটনার পরেই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ কর্মীরা। তবে সেখানকার সংবাদমাধ্যম জানাচ্ছে, এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪২ জন। ঘটনার সময় বাসে কতজন ছিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
এই ঘটনার পর দক্ষিণ আফ্রিকার (South Africa) সরকারের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, জিম্বাবোয়ে ও মালাউইয় থেকে যাত্রী নিয়ে দেশের দিকে ফিরছিল বাসটি। কিন্তু সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পড়ে খাদে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে প্রশাসন।
দেখুন অন্য খবর :