নয়াদিল্লি: পেগাসাস ইস্যু নিয়ে উত্তাল হয়েছে সংসদের বাদল অধিবেশন। নিত্যদিন সংসদের দুই কক্ষে দেখা গিয়েছে বিরোধীদের বিক্ষোভ। এরই মাঝে অত্যন্ত দ্রুততার সঙ্গে আলোচনা ছাড়াই বহু বিল পাশ করিয়েছে সরকার। যা নিয়ে সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। আর তাতেই ব্যথিত হয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু তদন্তে ফের কাঁথি থানায় সিআইডি
তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন দাবি করেছেন যে সরকার সংসদে কোনও আলোচনা করছে না। দ্রুততার সঙ্গে বিল পাশ করাচ্ছে। ১০ দিন সময়ের মধ্যে ১২টি পাশ করানো হয়েছে যেগুলির প্রত্যেকটির জন্য গড়ে সাত মিনিট করে সময় ব্যবহার হয়েছে। যা কটাক্ষ করে ডেরেক বলেন, “বিল পাশ করানো হচ্ছে নাকি পাপড়ি চাট হচ্ছে!”
আরও পড়ুন- জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সাইকেল চালিয়ে প্রতিবাদ রাহুল গান্ধীর
এই ‘পাপড়ি চাট’ মন্তব্য শুনে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে সংসদ অধিবেশন শুরুর আগে দলের নেতা এবং মন্ত্রীদের সঙ্গে বৈঠকে তৃণমূল সাংসদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের মনোভাব প্রকাশ করেছেন মোদি। প্রধানমন্ত্রীর ব্যথিত হওয়ার খবর সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী।
আরও পড়ুন- বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল উত্তর কলকাতার আরও এক পুরানো বাড়ি
মোদির মন্ত্রী প্রহ্লাদ বলেছেন, “গতকাল(সোমবার) তৃণমূল সাংসদ একটি ট্যুইট করেছেন। যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে ওই পাপড়ি চাট মন্তব্য সকল নির্বাচিত সাংসদদের অপমান। এই নিয়ে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন।” মোদি বলেছেন, “পাপড়ি চাট তৈরি মন্তব্য খুবই অপমানজনক। কাগজ ছিঁড়ে দিয়ে তা ছুঁড়ে ফেলা এবং তার জন্য ক্ষমা না চাওয়া একপ্রকারের ঔধত্য।” মঙ্গলবার সাংবাদিকদের এমনই জানিয়েছেন প্রহ্লাদ।
In the first 10 days, Modi-Shah rushed through and passed 12 Bills at an average time of UNDER SEVEN MINUTES per Bill 😡(See shocking chart👇)
Passing legislation or making papri chaat! pic.twitter.com/9plJOr5YbP
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) August 2, 2021
একই সুর শোনা গিয়েছে বিজেপির সাংসদ তথা মন্ত্রী মুখতার আব্বাস নাকভির মুখে। তিনি বলেছেন, “ভিত্তিহীন অভিযোগ এবং অযৌক্তিক কথা বলে সংসদ অচল করে রাখা হচ্ছে। তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন সংসদের কাজকে ‘পাপড়ি চাট’ করার সঙ্গে তুলনা করে সংসদ ভবন এবং সাংসদদের অপমান করেছেন।”