কলকাতা:বাংলায় ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR-এর প্রস্তুতি শুরু হয়েছে। সকাল থেকে সেই নিয়ে CEO দফতরে দফায় দফায় বৈঠক হয়েছে। ১১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে সমস্ত কাজ শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আর কলকাতা বিমানবন্দরে নেমে এনিয়ে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শাহও ‘মীরজাফর’ হয়ে যেতে পারেন, মোদিকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) উদ্দেশে বড় পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ত্রিপুরায় তৃণমূলের প্রতিনিধি দলকে ঢুকতে বাধা দেওয়ায় ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী ।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর পরস্পরের বিশ্বস্ত সঙ্গী। এবার শাহকে নিয়ে মোদিকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজ্য-রাজনীতিতে। বিহারের মতো বাংলায় ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR-এর প্রস্তুতি শুরু হয়েছে। ১১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে সমস্ত কাজ শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই নিয়ে এদিন মুখ খোলেন মমতা। তিনি বলেন, “মিটিং করে এসে ওদের নেতা বলেন, ‘বাংলায় কয়েক লক্ষ ভোটারের নাম বাদ দেব’। বিপর্যয়, বর্ষণ, উৎসবের মধ্যে এসব বলছে। ১৫ দিনের মধ্যে SIR হয়ে যাবে? কী মনে করে ওরা? কমিশন কি বিজেপি দলটার? না কি গণতান্ত্রিক, নাগরিক অধিকার সুনিশ্চিতকরণেই তৈরি কমিশন?
আরও পড়ুন: “হিম্মত থাকলে আটকে দেখাক,” ত্রিপুরাকাণ্ডে BJP-কে চ্যালেঞ্জ মমতার!
“মমতা বলেন, “আসলে সব কিছুই চলছে অমিত শাহের নির্দেশে। মনে হচ্ছে, উনিই এখন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার!” অমিত শাহকে নিশানা করে মোদিকে সতর্ক করে মমতার পরামর্শ, ‘‘আমি দুঃখিত, এই কথা বলতে হচ্ছে— প্রধানমন্ত্রীকে বলব, অমিত শাহ থেকে সাবধান থাকুন! সব বিষয়ে ওঁকে ভরসা করবেন না। উনিই সবচেয়ে বড় মীরজাফর।’’ ত্রিপুরায় যেভাবে তৃণমূলের প্রতিনিধিদলকে আটকানো হয়, দলের কার্যালয়ে হামলা চালানো হয়, তার তীব্র নিন্দা করেন মমতা। মমতা বলেন, “ওড়িশা জ্বলছে। সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। দাঙ্গা করেছে বিজেপি নিজে। বজরং দল, কী সব নাম! দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এরা দেশকে শেষ করে দেবে।
দেখুন ভিডিও