হরর কমেডি ফিল্ম ‘রুহি’-তে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছিলেন রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর।ছবি মোটেও ভালো লাগেনি দর্শকদের,রাজকুমার-জাহ্নবী জুটিও তথৈবচ।ফলতই বক্সঅফিসে ডাহা ফেল ‘রুহি’।তবে আরও একবার একসঙ্গে কাজ করতে চলেছেন রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর।‘গুঞ্জন সাক্সেনা – দ্য কার্গিল গার্ল’ খ্যাত পরিচালক শারণ শর্মার পরের ছবির নায়ক-নায়িকা হতে চলেছে ‘রুহি’-র জুটি।শোনা যাচ্ছে ক্রিকেট খেলাকে কেন্দ্র করেই ছবির চিত্রনাট্য তৈরি করেছেন সারণ।রাজকুমার এবং জাহ্নবীকে দেখা যাবে ক্রিকেটারের চরিত্রেই।দুজনেই যে ক্রিকেটটা বেশ ভালো খেলেন তা ইতিমধ্যেই সকলেরই জানা।
সারন শর্মার এই ছবিতেই কাজ করার কথা ছিল কার্তিক আরিয়ানের।কিন্তু প্রযোজক করণ জোহরের সঙ্গে মনোমালিন্যের জেরে ছবি থেকে বাদ পড়েন কার্তিক।ছবিতে নায়িকার ভূমিকায় যে জাহ্নবীই থাকছেন তা ঠিক ছিল আগে থেকেই।নতুন নায়কের খোঁজ শুরু করেন সারন-করণ।অবশেষে জাহ্নবীর নায়কের ভূমিকায় রাজকুমার রাওকেই নির্বাচিত করেছেন তাঁরা।পুরোদমে চলছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ।চলতি বছরের শেষ পর্বে ছবির শ্যুটিং সারতে ফ্লোরে নেমে পড়বেন রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর।