বয়স মাত্র ১১। এই টুকু বয়সেই সেরার শিরোপা পেল নাতাশা পেরি। আমেরিকা বিশ্ববিদ্যালয়ের তরফে তাকে বিশ্বের অন্যতম সেরা ছাত্রীর খেতাব দেওয়া হয়েছে। মাত্র ১১ বছর বয়সে SAT (Scholastic Assessment Test / SAT) এবং (American College Testing / ACT) পরীক্ষায় নাতাশা অসাধারণ ফলাফলের জন্যই আমেরিকা বিশ্ববিদ্যালয় তাকে বিশ্বের অন্যতম সেরা ছাত্রীর সম্মান দিয়েছে।
বিদেশে গিয়ে পড়াশোনার ক্ষেত্রে মূলত SAT পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষায় পাশ করতে পারলে আমেরিকা, কানাডা ও নেদারল্যান্ডসে গিয়ে পড়াশোনার সুযোগ মেলে। বিদেশের বিভিন্ন কলেজে ভর্তি কিংবা চাকরির ক্ষেত্রেও এই SAT ও ACT পরীক্ষা গুলি নেওয়া হয়ে থাকে।
চলতি বছরে জন্স হপকিন্স সেন্টারের তরফে ট্যালেন্টেড ইয়ুথ ট্যালেন্ট নাম একটি পরীক্ষা হয় যার মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রীদের বেছে নেওয়া হবে। ৮৪টি দেশের প্রায় ১৯ হাজার ছাত্রছাত্রী এই পরীক্ষা দেন, যাদের মধ্যে ছিল নাতাশা পেরি। পঞ্চম গ্রেডে থাকাকালীন এই মেধা পরীক্ষায় অংশ নেয় সে। ‘হাই অনার্স অ্যাওয়ার্ডস’-এর জন্য এই পরীক্ষা দিয়েছিল সে, নিজ মুখেই এই কথা স্বীকার করেছে ১১ বছরের নাতাশা।
প্রতি বছর প্রায় ১৫ হাজারেরও বেশি পরীক্ষার্থী মেধা পরীক্ষা দেয়। যেখান থেকে মেধাবী ছাত্রছাত্রীদের বেছে নেওয়া হয়। যারা পরবর্তীকালে যুক্তরাষ্ট্র ও হংকংয়ে’র মোট ২০টি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যাওয়ার সুযোগ পায়।