কলকাতা টিভি ওয়েব ডেস্ক: অবশেষে বিচ্ছেদ বিল গেটস এবং মেলিন্ডার। ইতি ঘটল ২৭ বছরের দাম্পত্য জীবনের। সোমবার ২ অগস্ট ওয়াশিংটনের কিং কাউন্টি সুপিরিয়র কোর্টের এক আইনজীবী এই শিল্পপতি দম্পতির ডিভোর্স পেপারে সই করেন। কোর্টের তরফে কিছু না জানালেও এই সংবাদ প্রকাশ্যে এনেছে এক ব্রিটিশ সংবাদ সংস্থা।
আরও পড়ুন: এক ধাক্কায় দৈনিক সংক্রমণ ১০ হাজার কমল
আমেরিকান এই দুই দম্পতি বিয়ে করেন ১৯৯৪ সালে। বিল গেটসের কোম্পানি মাইক্রোসফটে মেলিন্ডা যোগ দেন ১৯৮০ র শেষ দিকে। সেখানেই দুজনের আলাপ থেকে প্রণয়। শেষপর্যন্ত বিয়ে। মে মাসের ৩ তারিখ তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। সোশ্যাল সাইটে সে কথা উল্লেখ করে তাঁরা জানিয়েছিলেন, বিবাহিত সম্পর্কে তাঁরা বিচ্ছেদ টানতে চান। একসঙ্গে থাকা আর তাঁদের পক্ষে সম্ভব নয়।
আরও পড়ুন: রাহুল গান্ধীর ‘ব্রেকফাস্ট পে চর্চা’য় পৌঁছলেন বিরোধী দলের নেতারা
দীর্ঘ দাম্পত্য জীবনে তাঁরা ২০০০ সালে গঠন করেছিলেন দাতব্য সংস্থা ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। বিশ্বের বৃহত্তম বেসরকারি দাতব্য সংস্থা এটি। বিবাহ বিচ্ছেদ হলেও এই সংস্থা দুজনে একসঙ্গে চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন তাঁরা। সংস্থাটি বিশ্বজুড়ে সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই এবং শিশুদের টিকার আওতায় আনার কাজ করে আসছে। ফোর্বসের বিচারে বিল গেটস এখন বিশ্বের চতুর্থতম ধনী ব্যক্তি। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৫২ বিলিয়ন মার্কিন ডলার।