ওয়েব ডেস্ক: জলাধার থেকে জল ছাড়া নিয়ে রাজ্য-ডিভিসি দ্বন্দ্বে শেষমেশ সুর নরম করল ডিভিসি (DVC) কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হুঁশিয়ারির পর ডিভিসি শুক্রবার জানিয়েছে, রাজ্যকে জানিয়ে না দিয়ে কোনও জল ছাড়া (Water Release) হবে না। প্রয়োজন অনুযায়ী ও সেচ দফতরের (Irrigation Department) সঙ্গে পরামর্শ সাপেক্ষে জল ছাড়া হবে। অর্থাৎ, এবার সংঘাতের না গিয়ে মধ্যস্থতার পথে হাঁটতে শুরু করল ডিভিসি।
গতকালই ডিভিসি-র বড় পরিমাপে জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন এবং তৎপরতা শুরু করেছিলেন। তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনীর ঘরোয়া বৈঠকেও বিষয়টি উঠে আসে; মুখ্যমন্ত্রী দাবি করেন, ডিভিসি কোনও আগাম নোটিশ ছাড়াই ৬৫,০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছে, যা উৎসবের সময় জনগণের দুর্ভোগ বাড়ানোর ইচ্ছাপূর্ণ প্রচেষ্টার সমতুল্য। মমতা বলেন, “এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ডিভিসি দ্বারা সৃষ্ট একটি দুর্যোগ।”
আরও পড়ুন: কোজাগরী লক্ষ্মীপুজোয় বাজার আগুন, মাথায় হাত মধ্যবিত্তের
তারপরই নবান্ন সূত্রে জানানো হয়, ডিভিসির এ পদক্ষেপে কোন জেলায় কী পরিস্থিতি তৈরি হচ্ছে তা জানতে বিভিন্ন জেলা থেকে রিপোর্ট তোলা হচ্ছে। এখনও পর্যন্ত নবান্নের কাছে প্লাবন বা বৃহৎ দুর্যোগ-সম্পর্কিত কোনও তথ্য পৌঁছয়নি। রাজ্য প্রশাসন আশ্বস্ত করছে যে, প্রয়োজনীয়তা অনুযায়ী এবং সেচ দফতরের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে মুখ্যমন্ত্রীর কড়া ভাষায় অভিযোগ, “ডিভিসিকে না জানিয়ে জল ছেড়ে দিয়ে, বাংলার লক্ষ লক্ষ জীবন আচমকাই বিপদের মধ্যে ফেলেছে। আমি কাউকে বাংলার বিসর্জন করতে দেব না। আমাদের জনগণের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে।” তিনি আরও বলেন—“সত্য মিথ্যার উপর জয়লাভ করবে এবং শুভ ইচ্ছা অশুভের উপর জয়লাভ করবে।”
দেখুন আরও খবর: