কলকাতা: অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাস তাঁর লেখায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢালাও প্রশংসা করলেও সিপিএমের নিন্দা করেননি। কিন্তু প্রয়াত মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী অজন্তা-ইস্যুতে সিপিএমের তুলোধোনা করেছেন। তাঁর মতে, বামফ্রণ্টকে সব দিক থেকে শূন্যে নামিয়েছে সিপিএম। তাতেও শিক্ষা হয়নি।
আরও পড়ুন: জাগো বাংলায় কলম ধরার জন্য অজন্তাকে শো-কজ সিপিএমের
আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা একজন মনোবিদ। মঙ্গলবার ‘জাগো বাংলা’ পত্রিকায় ‘অজন্তাকে শাস্তি? সিপিএম স্টালিনিস্ট আচরণ করছে’ শীর্ষক লেখায় বসুন্ধরা লিখেছেন, ‘বঙ্গ রাজনীতিতে নারীশক্তি নিয়ে লেখা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সম্পূর্ণ হতে পারে না। অজন্তা এটা লিখে কোনও ভুল করেননি।…অজন্তাকে সিপিএমের আক্রমণ দেখে আমি বলতে বাধ্য হচ্ছি ওরা স্ট্যালিনিস্ট দল। ব্যক্তিস্বাধীনতায় ওরা বিশ্বাস করে না। ওরা কন্ঠরোধ করে।’
আরও পড়ুন: অনিল-কন্যার মুখে ‘অগ্নিকন্যা’র প্রশস্তি
বস্তুত সিপিএম তথা কমিউনিস্ট দলে সৃজনশীল মানুষ বেশিদিন টিকতে পারেননি। সুভাষ মুখোপাধ্যায় বা সমরেশ বসুর মতো লেখকদেরও একসময় মোহভঙ্গ হয়েছে। তৃণমূল-ঘনিষ্ঠ বসুন্ধরা সেই বহু পুরোনো প্রসঙ্গটি ফের খুঁচিয়ে দিয়েছেন। তাঁর কথায়, ‘সিপিএমের এই সব আচরণ বহু প্রতিভাকে বামফ্রন্টের স্রোত থেকে সরে যেতে বাধ্য করেছে। ওরা সবেতে চক্রান্তের গন্ধ দেখে। তারপর শাস্তির পথে যায়। এই খেলা মানুষ ধরে ফেলেছেন।’
বসুন্ধরা যে-ভাষায় সিপিএমকে আক্রমণ করেছেন তাতে স্পষ্ট ক্ষোভ অনেক গভীরে। দলের মধ্যে দলের বিরুদ্ধে কথা বললে সিপিএমের ক্যাডারকুল ক্রুদ্ধ হয়ে ওঠে। অতীতেও এর বহু নজির আছে। সিপিএমের ফেসবুক-বিলাসী কমরেডরা কোমর বেঁধে অজন্তার বিরুদ্ধে নেমে পড়েছেন। তাঁকে ‘অজন্তা হাওয়াই’ বলতেও তাঁদের রুচিতে বাঁধেনি।
আরও পড়ুন: ‘জাগো বাংলায়’ অনিল বিশ্বাস কন্যার প্রবন্ধ, আলিমুদ্দিনের মুখে কুলুপ
তাই বসুন্ধরা লিখছেন, ‘চিন্তাভাবনাকে জনমুখী সময়োপযোগী করার কোনও চেষ্টা সিপিএমের নেই। আমি বাম পরিবারের মেয়ে। আমার বাবা দীর্ঘদিন বামফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন। …কিন্তু বামফ্রন্ট নেতৃত্বের আপত্তিকর মানসিকতার জন্য পরে আমাদের অভিজ্ঞতাও ভালো নয়। আমি অজন্তা বিশ্বাসকে লক্ষ্য করে সিপিএমের অতিসক্রিয়তার প্রতিবাদ করছি।’
নবীন প্রজন্মের আরও কত সমালোচনা সিপিএমের কপালে ঝুলছে তা সময়ই বলবে।