ওয়েবডেস্ক – আদালতের নির্দেশ (Court order) মত সিজিও কমপ্লেক্সের (CGO Complex) পৌঁছলেন চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha) । নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment corruption cases) ইডির (ED) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন তিনি। বেলা ১১ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবেন ইডি গোয়েন্দারা। আজ এবং আগামীকাল দুই দিন হাজিরা দিতে হবে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে।
উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত চন্দ্রনাথ সিনহা। আপাতত জামিনে রয়েছেন তিনি। মন্ত্রী জামিনের বিরোধিতা করে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আর্জি জানিয়েছিল ইডি, সেই আবেদন বুধবার আদালত খারিজ করে দেয়।
আরও পড়ুন- RSS-এর ১০০ বছর পুর্তিতে কৃষ্ণগঞ্জে ডাকা হয় মহা মিছিল
চন্দ্রনাথ সিনহাকে বৃহস্পতি ও শুক্রবার সশরীরে ইডি-র দফতরে হাজিরা দিয়ে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয় আদালত। সেই মতো বৃহস্পতিবার সকালেই সিজিও কমপ্লেক্সে উপস্থিত হয়েছেন বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, তদন্তে সহযোগিতা করবেন। খালি হাতেই এদিন তাঁকে ইডির দফতরে ঢুকতে দেখা গেছে। এখনও পর্যন্ত তাঁর কাছ থেকে কোনও নথি চাওয়া হয়নি বলে খবর।
দেখুন আরও খবর-