কলকাতা: কলকাতা টিভি ডিজিটাল টিমের খবরে সিলমোহর। পেগাসাস (Pegasus) আড়িপাতা কাণ্ডে (Snoopgate) আরও একটি আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে (Supreme Court)। দেশের পাঁচ সাংবাদিক যাঁরা সরাসরি এই আড়িপাতাকাণ্ডে ভুক্তভোগী, মামলা দায়ের করলেন শীর্ষ আদালতে। প্রধান আবেদনকারী সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতা।
কলকাতা টিভির ডিজিটাল টিম রবিবার প্রকাশ করে যে, পেগাসাস আড়িপাতা কাণ্ডে সুপ্রিম কোর্টে যাচ্ছেন সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতা। পরঞ্জয়ের ফোনে ২০১৮ সালে মার্চ, এপ্রিল এবং মে এই তিন মাস ধরে আড়িপাতা হয়েছিল। ফরাসি অলাভজনক সংস্থা ‘ফরবিডন স্টোরিজ’ এবং ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ যৌথভাবে পেগাসাস তদন্তে নামে। ফরেনসিক ল্যাবে পরীক্ষার পর দেখা যায়, ভারতের চল্লিশ জন সাংবাদিকের ফোন নম্বর পেগাসাস টার্গেটের তালিকায় রয়েছে। তাঁদের ফোনে আড়িপাতা হয়েছে, ফোন ‘কম্প্রোমাইজড’ হয়ে গিয়েছে। এই চল্লিশ জন সাংবাদিকদের মধ্যে রয়েছেন পরঞ্জয় গুহ ঠাকুরতা।
আরও পড়ুন- বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে পেগাসাস শুনানি, এবার পরঞ্জয় গুহ ঠাকুরতা যাচ্ছেন শীর্ষ আদালতে
সোমবার পরঞ্জয় ছাড়াও সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সাংবাদিক প্রেমশংকর ঝা, এসএমএম আবদি, রুপেশ কুমার সিং এবং ইপ্সা শতক্ষি। আবেদনকারীরা জানিয়েছেন, ফরেনসিক পরীক্ষায় এটা প্রমাণিত হয়েছে যে তাঁদের ফোনে পেগাসাস সফটওয়্যারের মাধ্যমে চরবৃত্তি করা হয়েছে। সমস্ত তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে।
[BREAKING] Direct Centre To Disclose Use Of Pegasus Spyware : 5 Journalists On Potential Snoop List Move Supreme Court @paranjoygt https://t.co/1VYWJiYLYx
— Live Law (@LiveLawIndia) August 2, 2021
আরও পড়ুন- পেগাসাস নিয়ে কেন্দ্রকে আক্রমণ আসাদুদ্দিনের
বৃহস্পতিবার পেগাসাস মামলার শুনানি সুপ্রিম কোর্টে। সাংবাদিক এন রাম এবং শশী কুমারের আবেদনের ভিত্তিতেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানি৷ প্রধান বিচারপতি এনভি রামানা’র নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি৷ বেঞ্চের আর এক সদস্য বিচারপতি সূর্য কান্ত। ওই দুই সাংবাদিকের ফোন হ্যাক না হলেও পরঞ্জয় সহ এই পাঁচ আবেদনকারী কিন্তু পেগাসাস কাণ্ডে সরাসরি ভুক্তভোগী৷ শুধু মাত্র সাংবাদিকরাই না, রাহুল গান্ধী (Rahul Gandhi) বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyapadhya) মত রাজনীতিবিদ বা প্রাক্তন সিবিআই (CBI) প্রধান অলোক কুমার ভর্মার (Alok Kumar Verma) ফোনও ট্যাপ করা হয়েছিল পেগাসাস সফটওয়্যারের মাধ্যমে।
সূত্রের খবর ৫ অগস্ট, বৃহস্পতিবার পেগাসাস মামলার শুনানির সঙ্গেই পরঞ্জয় গুহ ঠাকুরতাদের আবেদন গ্রাহ্য করতে পারে শীর্ষ আদালত।