ওয়েব ডেস্ক: অসমের সাংস্কৃতিক জগতের উজ্জ্বল নক্ষত্র, প্রখ্যাত সংগীতশিল্পী জুবিন গার্গের(Zubeen Garg) আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে পুরো দেশ। গত সপ্তাহে সিঙ্গাপুরে এক মর্মান্তিক সুইমিং পুল দুর্ঘটনায় তাঁর জীবনাবসান ঘটে। প্রিয় শিল্পীকে শেষ বিদায় জানাতে রবিবার গুয়াহাটিতে নেমেছিল লাখো লাখো মানুষের ঢল। জুবিনের শেষ যাত্রায় এই বিশাল জনসমাগম বিশ্ব ইতিহাসে চতুর্থ বৃহত্তম হিসেবে স্বীকৃতি পেয়েছে,যা তাঁকে ‘লিমকা বুক অব রেকর্ডস’-এ স্থান করে দিয়েছে। এর আগে শুধুমাত্র পপ সম্রাট মাইকেল জ্যাকসন, পোপ ফ্রান্সিস এবং রাণী এলিজাবেথ দ্বিতীয়র শেষযাত্রায় এমন জনসমাগম দেখা গিয়েছিল।
শেষ শ্রদ্ধায় আবেগঘন মুহূর্ত
১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে প্রয়াত হন জুবিন গর্গ। ২০ সেপ্টেম্বর সেখানে তাঁর একটি অনুষ্ঠান করার কথা ছিল। রবিবার তাঁর মরদেহ গুয়াহাটিতে পৌঁছানোর পর এক আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়। হাজার হাজার ভক্ত রাতভর অপেক্ষা করে ছিলেন তাঁদের প্রিয় শিল্পীর শেষ দর্শন পেতে। একটি কাঁচের কফিনে তাঁর নিথর দেহ রাখা হয়েছিল, যা অসমের ঐতিহ্যবাহী ‘গামোছা’ দিয়ে ঢেকে দেওয়া হয়। স্টেডিয়ামে জুবিনকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য, সংগীতশিল্পী পাপন এবং ভুটানের রাজার এক প্রতিনিধি-সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। তাঁর স্ত্রী গরিমা সাইকিয়া গার্গকে স্বামীর মরদেহ বাড়িতে পৌঁছানোর পর কাঁদতে দেখা যায়।