ওয়েব ডেস্ক : মেঘ ভাঙা বৃষ্টিতে (Rain) মঙ্গলবার ডুবে গিয়েছিল গোটা কলকাতা (Kolkata)। সেই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু (Death) হয়েছিল বেশ কয়েকজনের। সেই মর্মান্তিক ঘটনায় মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়া আশ্বাস দিলেন তিনি।
বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় আগেই শোকপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এর পর বুধবার মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। তার পরেই আজ ভবানীপুরে পুজো উদ্বোধনে গিয়ে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মমতা (Mamata)। তিনি বলেন, এই ঘটনায় মৃতদের পরিবারকে রাজ্যের তরফে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে।
আরও খবর : মহানগরের মহাপুজোয় হাতিবাগান সর্বজনীন
সঙ্গে তিনি জানিয়েছেন, পরিবারের একজনকে যাতে চাকরি দেওয়া হয় তার জন্য সিইএসসি (CESC)-কে তিনি বলেছেন। তবে বিদ্যুৎ সংস্থার তরফে চাকরি না দেওয়া হলে রাজ্যের তরফে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই দুর্ঘটনায় সিইএসসি-কে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা বলেন মমতা।
মেঘ ভাঙা বৃষ্টির কারণে যেভাবে ডুবে গিয়েছিল গোটা কলকাতা (Kolkata), তা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পরিস্থিতিকে অনেকটাই আয়ত্বে আনা গিয়েছে। অনেক জায়গায় জল নেমেছে, তবে বেশ কিছু জায়গায় জল এখনও রয়েছে। তা দ্রুত সরে যাবে আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে, জলের কারণে মঙ্গলবার কোনও পুজোর উদ্বোধন করতে পারেননি মমতা (Mamata)। তবে বুধবার ৪০টি পুজোর উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর।
দেখুন অন্য খবর :