কলকাতা: চোপড়ায় মৃত শিশুদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চোপড়ায় (Chopra Case) নিহত চার শিশুর পরিবার কিছু দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। দ্রুত এই অর্থ নিহত শিশুদের পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য মুখ্য সচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৮)
আরও পড়ুন: পথ দুর্ঘটনার শিকার উচ্চ মাধ্যমিকের ৩ পরীক্ষার্থী
কিছু দিন আগে চোপড়ায় নর্দমার জন্য কাটা মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছিল। চোপড়ার চেতনাগজ গ্রামের সেই ঘটনায় বিএসএফের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে তৃণমূল। অভিযোগ, বিএসএফের খোঁড়া নালায় মাটি চাপা পড়ে ওই চারশিশুর মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে পরিদর্শনে চোপড়ায় যান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং গোলাম রব্বানি। ২০ ফেব্রুয়ারি চোপড়ায় যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। মৃত শিশুদের পরিবারের সঙ্গে তিনি দেখা করেন। রাজ্যপাল ঘোষণা করেছিলেন, ওই শিশুদের পরিবারগুলিকে এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এর পর এদিন চোপড়ার মৃত শিশুদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করল রাজ্য সরকার।
অন্য খবর দেখুন