সৌন্দর্যায়ন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য শহরের তিনটি থানার মালখানাকে এবার পুরস্কৃত করলেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। সোমবার লালবাজারে ডেকে তিনটি থানার ওসিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম পুরস্কার পেয়েছে আলিপুর থানার মালখানা। পাটুলি এবং সরশুনা থানার মালখানা পেয়েছে দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার। পুরস্কারের অর্থ হিসেবে আলিপুর থানার মালখানাকে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা। দ্বিতীয় স্থানাধিকারী পাটুলি থানা মালখানাকে দেওয়া হয়েছে ৪০ হাজার টাকা। আর পুরস্কারের অর্থ হিসেবে ৩০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে সরশুনা থানার মালখানাকে। পুরস্কার পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দিত ওই তিনটি থানার পুলিশ কর্মীরা।
আরও পড়ুন: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৬৩ বন্দিকে মুক্তির সিদ্ধান্ত রাজ্য সরকারের
বহু বছর আগে থেকে শহরের বিভিন্ন থানার মালখানা গুলি নোংরা আবর্জনায় ভর্তি হয়েছিল। মালখানায় জমা থাকা আটক করা বিভিন্ন জিনিসের উপর ধুলো-ময়লা জমে থাকতো। সেদিকে নজর রেখে এবার প্রতিটি থানার মালখানা গুলিকে পরিষ্কার রাখার জন্য কয়েকদিন আগেই ওসিদের নির্দেশ দেন নগরপাল সৌমেন মিত্র। তখনই সেরা মালখানা গুলিকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা করেন তিনি। নগরপালের নির্দেশমতো শহরের বিভিন্ন থানার মালখানা গুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত করার কাজ শুরু হয়। সেইমতো একেকটি থানার চারজন করে প্রতিনিধি মালখানার মধ্যে ঢুকতে পারবে বলে ঠিক হয়। সেই প্রতিনিধিরা হলেন থানার ওসি, অতিরিক্ত ওসি এবং মালখানার দুজন কর্মী। এ ছাড়া কেউ মালখানার মধ্যে ঢুকতে পারবেন না। মালখানার প্রতিনিধিদের কাছে থাকছে বিশেষ কার্ড এবং পিন নম্বর। তার মাধ্যমে খুলবে মালখানার তালা। পাশাপাশি মালখানার সামনে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।