ওয়েব ডেস্ক: রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত শহর কলকাতা। প্রবল বৃষ্টিতে জলমগ্ন উত্তর থেকে দক্ষিণ কলকাতা। শহর কলকাতার নানান জায়গায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। এহেন দুর্যোগময় পরিস্থিতিতে সিইএসসি (CESC)-র ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আর এবার CESC এর তরফে শহরের একাধিক জলমগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানানো হল। মূলত আগামী দিনের ভারী বৃষ্টির সতর্কতা ও সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিল CESC। একইসঙ্গে সাধারণ মানুষকে নিরাপদে থাকার বার্তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এই মৃত্যুর জন্য সিইএসসি-কেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, “এর দায় সিইএসসি-কে নিতে হবে। এখনই তারা জরুরি ভিত্তিতে কর্মীদের নামাক।”
মঙ্গলবার এক্স হ্যান্ডলে পোস্ট করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা করল CESC। এক্স হ্যান্ডলে
তারা লিখেছে, “সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অবিরাম বৃষ্টিপাত ও অত্যাধিক সতর্কতার ফলে জমা জলের কারণে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সক্রিয়ভাবে বন্ধ রাখা হচ্ছে।”
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৭, ‘দায় সিইএসসির’, বললেন মমতা
কতক্ষণ বন্ধ থাকবে বিদ্যুৎ পরিষেবা?
CESC এর তরফে বলা হয়েছে, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নিরাপদ স্তরে জল নামার নিশ্চিত বার্তা পাওয়ার পরই আমরা বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে পারব।”
একইসঙ্গে তারা জানিয়েছে, “দয়া করে মনে রাখবেন, রাস্তার আলোর খুঁটি এবং ট্রাফিক লাইটগুলি CESC-এর মালিকানাধীন, রক্ষণাবেক্ষণ বা পরিচালিত নয়। আমাদের দল দিন-রাত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সর্বদা প্রয়োজনীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। আপনাদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। অনুগ্রহ করে আমাদের সঙ্গে সহযোগিতা করুন। দয়া করে যত্ন নিন এবং নিরাপদে থাকুন।”
দেখুন অন্য খবর