ওয়েবডেস্ক- স্পেশাল চাইল্ডদের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগের ফর্ম ফিলাপের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। ফর্ম ফিলাপে প্রশিক্ষণরত স্পেশাল এডুকেটারদের আবেদন করতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের। বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন। আগামীকাল শুনানির সম্ভাবনা।
প্রসঙ্গত, শিশু শিক্ষা সংক্রান্ত আইন ও NCTE রুল অনুযায়ী প্রতিটি বিদ্যালয়ে একজন করে স্পেশাল চাইল্ড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক থাকতে হবে। আবেদনকারীর দাবি সেই শিক্ষক নিয়োগের আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। এনসিটি রুল অনুযায়ী যারা এখনও পর্যন্ত ওই স্পেশাল চাইল্ড প্রশিক্ষণরত রয়েছেন কিন্তু এখনও পর্যন্ত পাশ করেননি তাদেরকে পরীক্ষায় বসতে দিতে হবে।
আরও পড়ুন- কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
কিন্তু এসএসসি কর্তৃপক্ষ ওই স্পেশাল চাইল্ড নিয়োগ সংক্রান্ত পরীক্ষার আবেদনপত্রে তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়ার অনুমোদন দিচ্ছে না। তাই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
দেখুন আরও খবর-