কলকাতা: আধার কার্ডের সমস্যা কি মিটতে চলেছে ? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেরকমই ইঙ্গিত দিলেন সোমবার। নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু দাবি করেন, ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত নিষ্ক্রিয় আধার কার্ড সক্রিয় হয়ে যাবে। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন। আধার কার্ডের রাঁচি আঞ্চলিক কার্যালয়ের ভুলের জন্যই কিছু আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে বলে তাঁর দাবি। কেন এরকম হল, তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট মন্ত্রক, এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা।
গত কয়েকদিনের মধ্যে নদীয়া, বর্ধমান প্রভৃতি জেলায় অন্তত ৬০টি আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানিয়েছে। তাতে মহা সমস্যায় পড়েন অনেকে। আধার নিস্ক্রিয় হয়েছে বলে এক কলেজ ছাত্রী এবং এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও চিঠি পেয়েছেন। তা নিয়ে তৃণমূল প্রচারে নামে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সবাই যাতে ভোট দিতে না পারে, তার জন্য বিজেপি এই চক্রান্ত করেছে। রবিবার সিউড়িতে তৃণমূলের সভামঞ্চ থেকে আধার নিয়ে মমতা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর আরও চড়া করে বলেন, দরকার হলে এর জন্য রাজ্য সরকার বিকল্প ব্যবস্থা করবে। আধার কার্ড বাতিল করার পিছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে। সোশ্যাল মিডিয়ায় সরব হয় তৃণমূলও।
আরও পড়ুন: যেখানে ১৪৪ ধারা নেই যেতে পারবেন শুভেন্দু, নির্দেশ আদালতের
সোমবার শুভেন্দু এক্স হ্যান্ডেলে লেখেন, ২৪ ঘণ্টার মধ্যে বাতিল আধার কার্ডগুলি সক্রিয় হয়ে যাবে। তিনি এর জন্য অমিত শাহ এবং অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদও জানান। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে একই কথা জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ বলেন, আধার কার্ড যে বাতিল করা হয়েছিল, তা অবশেষে বিজেপি স্বীকার করে নিল।
দেখুন আরও অন্যান্য খবর: