বং বিউটি রিয়া সেন দেব বর্মা ইদানিং নিজের অভিনয়ের পাশাপাশি যোগা ক্লাস নিয়ে ব্যস্ত। লকডাউনেও নিজের যোগ অভ্যাসের মাধ্যমে নিজেকে ফিট রেখেছেন। কলকাতায় ফটো শ্যুটের মাঝেই জানালেন তাঁর আগামী হিন্দি ছবির শ্যুটিংয়ের কথা। সিনেমার পাশাপাশি ওয়েবের জন্য কাজ করে বেশ প্রশংসিত হয়েছেন রিয়া ।এর আগে একটি হিন্দি সিরিজ ‘পতি পত্নি অওর ও’ ও বাংলা ‘সিরিজ মিস ম্যাচ২’ এর পর এবার একটি সর্ব ভারতীয় ওটিটি মাধ্যমের জন্য হিন্দি ভাষায় অরিজিনাল সিনেমার শ্যুটিংয়ের কাজ শুরু করবেন। ছবির নাম ‘ডেথ্ টেল’। পরিচালক সাওন আরহান। এই ছবির শ্যুটিং শুরু হবে আগামী ৯ অগষ্ট থেকে। প্রযোজক জয়দীপ বিশ্বাস এর কথায় উত্তরাখন্ডের রামনগর এলাকার অন্তর্গত জিম কর্বেট ন্যাশনাল পার্কে চলবে এই শ্যুটিং। ছবির প্রিপ্রোডাকশনের কাজ চলছে এখন।
এই ছবিতে রিয়া সেনকে মুখ্য চরিত্রে দেখা যাবে পাশাপাশি থাকছেন আয়াজ খান, আদিত্য লাখিয়া, গরিমা জৈন প্রমুখ।এই ছবির গল্পে একজন সদ্য বিবাহিতার চরিত্রে দেখা যাবে রিয়া সেনকে। তাঁর মতে, এই ছবির গল্প শুরু হচ্ছে একটি খুন দিয়ে। রিয়ার অভিনীত চরিত্র তাঁর স্বামীর সঙ্গে একটি ফার্ম হাউসে বেরাতে যায় , সেখানেই ঘটে যায় আঘটন। এই খুনের ঘটনার পর তৈরি হয় রহস্য।
আপাতত কলকাতার কিছু ফ্যাশন ফটোশ্যুট করছেন রিয়া, তিনি জানান, যোগা নিয়ে তিনি নিজের একটি ব্র্যান্ড করেছেন যার নাম বালিস্যা। অভিনয়ের সঙ্গেই যোগা নিয়ে তিনি ভীষণ প্যাশনেট। সদ্য তিনি গোয়াতে তাঁর প্রথম ‘যোগা ক্লাস’ আয়োজন করেছিলেন।অন্য হিন্দি প্রজেক্ট নিয়ে কথা চললেও বাংলায় এখনই কোনও কাজ করছেন না। তবে আপাতত তিনি আগামী ৯ অগষ্ট থেকে ‘ডেথ্ টেল ‘ এর কাজ নিয়ে ব্যস্ত থাকবেন।