গাছগাছালি, ফল ও বিভিন্ন ফুলের নির্যাসে তৈরি এসেনশিয়াল অয়েল (Essential Oil) রান্না, রূপচর্চা, চিকিত্সা সহ অন্যান্য একাধিক কাজে ব্যবহার হয়। ল্যাভেনডার, জাসমিন, রোজমেরির মত এসেনশিয়াল অয়েলের নাম আমাদের প্রায় ঠোটস্থ। তবে নাম ও উপকারিতা জানলেও এসেনশিয়াল অয়েল ব্যবহারের সঠিক পদ্ধতি জানা না থাকলে সমস্যা হতে পারে। যে কারণে আপনি এসেনশিয়াল অয়েল কিনেছেন তার যথাযথ উপকার আপনি পাচ্ছেন কিনা তা নির্ভর করছে ব্যবহারের সঠিক পদ্ধতির ওপর। তাই ব্যবহারের সময় মাথায় রাখুন এই বিশেষ দিকগুলি।