কলকাতা: অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ মিমি চক্রবর্তীTrinamool Congress MP Mimi Chakraborty)কে ইডি তলব(ED Summoned) করার পর আজ দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিলেন। ভারতে বেটিং(Bet betting case) এবং অনলাইন জুয়া নিষিদ্ধ হওয়া সত্বেও একটি বিশেষ ব্যাটিং অ্যাপ এর সঙ্গে যুক্ত ছিলেন মিমি চক্রবর্তী। সেই ব্যাটিং আপের প্রচারে আর্থিক সুবিধা পেয়েছেন বলে ইডির অভিযোগ।
আরও পড়ুন:ছোট পর্দায় আসছে মহালয়ার অনুষ্ঠান ‘বিজয়ং দেহি’
জানা যাচ্ছে ইডির তদন্তকারী অফিসাররা কিভাবে এই বেআইনি অ্যাপ সংস্থার টাকা মিমির কাছে গেছে এবং কোন অ্যাকাউন্টে গেছে তা জানার চেষ্টা করেছে। প্রসঙ্গত, মিমি ছাড়াও বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকেও ইডি তলব করেছে। আগামিকাল তার হাজিরা দেওয়ার কথা।
প্রসঙ্গত, গতকাল ইএম বাইপাস সংলগ্ন এক পাঁচতারা হোটেলে এক নামি দামি গহনা কোম্পানির ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন মিমি চক্রবর্তী। মিমি এই বিশেষ ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ইডির তলব প্রসঙ্গে জানতে চাওয়া হলে মিমি কিছু বলতে অস্বীকার করেন। তিনি বলেন যা বলার আমার আইনজীবী এ ব্যাপারে কথা বলবেন!
দেখুন অন্য খবর: