ওয়েব ডেস্ক : পেট্রল (Petrol) নিয়ে কাঠগড়ায় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। জনগণকে ইথানল (Ethanol) থাকা পেট্রল (Petrol) কিনতে বাধ্য করে আসলে নিজের ছেলেকেই সুবিধা পাইয়ে দিচ্ছেন, অভিযোগ নীতিশের বিরুদ্ধে। রাজনৈতিক উদ্দেশ্যেই প্রচার, সাফাই নীতিনের। আমার মস্তিষ্ক ২০০ কোটি টাকার, বললেন গড়কড়ি। এ নিয়ে কংগ্রেসের নিশানায় নীতিন গড়কড়ি (Nitin Gadkari)।
সাধারণ জনগণকে ইথানল (Ethanol) থাকা পেট্রল (Petrol) কিনতে বাধ্য করে আসলে নিজের ছেলেকেই সুবিধা পাইয়ে দিচ্ছেন। এমনই অভিযোগ কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ির বিরুদ্ধে। আর এই ইথানল বিতর্কের উত্তরে গড়কড়ি বলেন, আমার মস্তিষ্ক ২০০ কোটি টাকার, সৎভাবে কীভাবে আয় করতে হয় তা জানি। পেট্রলের বদলে ইথানল মিশ্রিত জ্বালানি বা E-20 পেট্রল ব্যবহারের জন্য প্রচার চালাচ্ছে কেন্দ্রীয় সরকার।
আরও খবর : ‘পশ আইন রাজনৈতিক দলে কার্যকর নয়’, জানাল শীর্ষ আদালত
কিন্তু বিরোধীদের অভিযোগ, নীতিন গড়কড়ির দুই ছেলেকে বিশেষ সুবিধা পাইয়ে দিতেই কেন্দ্রের এত ব্যান্ড বাজানো। নীতিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুলেছেন কংগ্রেস (Congress)। কংগ্রেস নেতা পবন খেরার বলেছেন, নাগপুরে যত চিনিকল আছে, তার সঙ্গে গড়কড়ি এবং RSS-এর লোকেদের ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে রয়েছে। অবশ্য নাগপুরের এক অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন গড়কড়ি। গড়করির দাবি, এই সব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচার। শুধু তাই নয়, ‘পেইড প্রমোশন’ বলেও দাবি করেন তিনি।
বিরোধীদের সব অভিযোগের এক এক করে জবাব দেন কেন্দ্রীয় মন্ত্রী। গড়কড়ি (Nitin Gadkari) বলেন, গড়করির কথায়, ‘আমার ছেলে আমদানি-রপ্তানির ব্যবসা করে। আমার নিজের একটি করে চিনিকল, ডিস্টিলারি, বিদ্যুৎকেন্দ্র আছে। আমাদের টাকার অভাব নেই। কংগ্রেসের পবন খেরার অভিযোগ ছিল, নীতিনের এক ছেলে নিখিল গড়করির সংস্থা সিয়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এবং আর এক ছেলে সারং-এর মানসা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ -এর ডিরেক্টর। এই দুটো সংস্থাই ইথানল সাপ্লাই করে। এর উত্তরে গড়কড়ির সাফাই,আমি ছেলেদের আইডিয়া দিই। কিন্তু প্রতারণা করি না। আমি জানি কী ভাবে সৎ পথে আয় করতে হয়। আমার টাকার অভাব নেই।’
দেখুন অন্য খবর :