ওয়েব ডেস্ক: মা’কে টেনে কুমন্তব্য করার বিষয়টিকে তুলে ধরে ফের কংগ্রেসকে (Congress) একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। অসমের (Assam) সভা থেকে বিরোধী দলকে কড়া ভাষায় নিশানা করলেন তিনি। নিজেকে শিবের ভক্ত বলে দাবি করে মোদি বলেন যে, তিনি বিষ পান করতেও পিছুপা হন না। প্রধানমন্ত্রী বলেন, “জনগণই আমার প্রভু, আমার দেবতা এবং আমার ‘রিমোট কন্ট্রোল’। তাঁদের কাছেই আমি আমার কষ্ট প্রকাশ করি। তাঁদের ছাড়া আমার আর কোনও ‘রিমোট কন্ট্রোল’ নেই।” শনিবার অসমের দরাংয়ে এক অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী এই বক্তব্য রাখেন।
সম্প্রতি বিহারের নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে কংগ্রেস তাঁকে এবং তাঁর প্রয়াত মা হীরাবেন মোদিকে নিয়ে করা কুরুচিপূর্ণ মন্তব্য করে। এটিকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। সেই প্রসঙ্গ টেনে মোদি বলেন, “আমি জানি, কংগ্রেস আমাকে টার্গেট করবে এবং বলবে মোদি আবার কান্নাকাটি করছে। কিন্তু জনগণই আমার ঈশ্বর। তাঁদের কাছে আমার যন্ত্রণা না বললে কোথায় বলব?”
আরও পড়ুন: “উন্নয়নের জন্য শান্তি জরুরি,” মণিপুরে দাঁড়িয়ে বিরাট বার্তা মোদির
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বক্তব্য উদ্ধৃত করে এদিন মোদি বলেন, “১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের পর নেহরু স্বীকার করেছিলেন যে উত্তর-পূর্বের মানুষের ক্ষত এখনও শুকোয়নি। বর্তমান কংগ্রেস সেই ক্ষতে লবণ ছিটাচ্ছে।” এছাড়াও উন্নয়নের তুলনা টেনে মোদি বলেন, “৬০-৬৫ বছরে কংগ্রেস অসমে মাত্র তিনটি সেতু নির্মাণ করেছিল। অথচ আমাদের সরকার এক দশকে ছয়টি নতুন সেতু নির্মাণ করেছে। উন্নয়নের জন্য জনগণ আমাদের আশীর্বাদ দিয়েছে।”
পাশাপাশি, সন্ত্রাস দমনে কেন্দ্র সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, “আগে কংগ্রেস সন্ত্রাসের সময় চুপ থাকত। এখন আমাদের বাহিনী অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের প্রতিটি কোণে সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলছে। অথচ কংগ্রেস পাকিস্তানের বক্তব্য প্রচার করছে। তারা দেশের শত্রুদের পাশে দাঁড়াচ্ছে।”
দেখুন আরও খবর: