নয়াদিল্লি: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজতন্ত্রী নেতা কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ‘ভারতরত্ন’ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আজ, বুধবার ২৪ জানুয়ারি জননায়ক কর্পূরী ঠাকুরের জন্মশতবর্ষ। তার আগে মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দেন এবার কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ভারতরত্নে ভূষিত করবে সরকার।
আর সেই সঙ্গেই লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী জোটের কাচের ঘরে ঢিল ছুড়ে দিলেন মোদি। কারণ, মোদি বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম কারিগর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাবেক জনতা দলে আগুনখেকো নেতা লালুপ্রসাদ যাদবের মতো অনেক নেতাই জন্ম নিয়েছেন কর্পূরী ঠাকুরের হাতে। ফলে, এহেন ডাকসাইটে সমাজতন্ত্রী নেতাকে অতি ডানপন্থী বিজেপি সরকার দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন দিতে চলায় একচালে কিস্তিমাত করে দিয়েছেন মোদি।
আরও পড়ুন: বৃহস্পতিবার কোচবিহারে ঢুকবে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা
এদিন সকালে কর্পূরী ঠাকুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে সকালেই এক্সবার্তায় শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। কিন্তু, প্রায় বিস্মৃত নেতাকে আলোয় তুলে ধরে তাঁকে ভারতরত্ন সম্মান দেওয়ার মধ্যে অনেকেই গভীর রাজনৈতিক চাল দেখতে পাচ্ছেন। আর তা হল, ইন্ডিয়া জোটকে খানিকটা দ্বিধায় ফেলে দেওয়া। অজাতশত্রু নেতা কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্তকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন তাঁর ভাবশিষ্য নীতীশ কুমার।
বিহারের মহাগাঁটবন্ধনের রাজনীতিতে মোদির এই কিস্তির চালে মাত লালুর আরজেডি এবং কংগ্রেসও। আরজেডি এবং কংগ্রেস এটাকে লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছাড়া আর কোনও ব্যাখ্যা দিতে পারেনি। ঘটনা যাই হোক, রামমন্দির নিয়ে ধর্ম ও রাজনীতির বিতর্ক যখন তুঙ্গে, তখন বিজেপি সরকারের এই সিদ্ধান্ত বিহারসহ দেশের দলিত-পিছড়েবর্গ ভোটব্যাঙ্কে যে থাবা বসাতে চলেছে তা অস্বীকার করার উপায় নেই।
বিহারের ৩৬ শতাংশ মানুষ একেবারে প্রান্তিক পিছড়েবর্গ। জননায়ক কর্পূরী ঠাকুরও নাই অর্থাৎ নাপিত জাতের মানুষ ছিলেন। আজও বিহারের অনগ্রসর শ্রেণির মানুষের মধ্যে এই জাতির মানুষ অন্ধকারেই পড়ে রয়েছেন। বিহারে ছোটবড় মিলিয়ে প্রায় ১১৪টি জাতপাত আছে। এই পরিস্থিতিতে মোদির সিদ্ধান্ত নীতীশ কুমারের জাতিভিত্তিক জনগণনাকে বোল্ড আউট করে দিল বলে অনেকে মনে করছেন।
I bow to Jan Nayak Karpoori Thakur Ji on his birth centenary. On this special occasion, our Government has had the honour of conferring the Bharat Ratna on him. I’ve penned a few thoughts on his unparalleled impact on our society and polity. https://t.co/DrO4HuejVe
— Narendra Modi (@narendramodi) January 24, 2024
অন্য খবর দেখুন