ওয়েব ডেস্ক: গত বছর অগাস্টে গণআন্দোলনের (Mass Protest) জেরে পতন হয়েছিল বাংলাদেশের (Bangladesh) আওয়ামি লিগ সরকার। আর এবছর সেপ্টেম্বরে একই ছবি দেখা গেল নেপালে (Nepal Gen Z Protest)। শেখ হাসিনার (Sheikh Hasina) মতো দেশ ছাড়লেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (KP Sharma Oli)। দুই ক্ষেত্রেই এক সামাজিক ইস্যু থেকেই সরকার পতনের ভিত তৈরি হয়েছে।
বাংলাদেশে ছাত্র আন্দোলন (Bangladesh Student Protest) সরকারের পতনের কারণ হয়, আর নেপালের ক্ষেত্রে সেটা শুরু হয় সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারির পর। অর্থাৎ, ভারতের দুই প্রতিবেশি দেশে অনেকটা একইভাবে সরকার পড়ল। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ ও নেপালের মিল কেন খোঁজা হচ্ছে? চলুন পাঁচ দিক দিয়ে সেটা বিচার করা যাক।
আরও পড়ুন: নেপালের অর্থমন্ত্রীকে রাস্তায় লাথি মেরে ফেলে কিল, চড়
দেখুন আরও খবর: