ওয়েব ডেস্ক: রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine Conflict) যুদ্ধ নিয়ে ফের উত্তেজনা আন্তর্জাতিক কূটনীতিতে। যুদ্ধ বন্ধে আগ্রহ প্রকাশ করলেও, সম্প্রতি ট্রাম্প (Donald Trump) যে মন্তব্য করেছেন, তাতে চটেছে মস্কো। কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট (US President) বলেন, পুতিন (Vladimir Putin) আগুন নিয়ে খেলছেন। তাঁর এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়ার পক্ষ থেকে এসেছে তৃতীয় বিশ্বযুদ্ধের (World War-III) হুঁশিয়ারি। আর এই হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট।
মঙ্গলবার রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান তথা রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ (Dmitry Medvedev) একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, “ট্রাম্প বলেছেন পুতিন আগুন নিয়ে খেলছেন। তিনি রাশিয়ার বিরুদ্ধে বড় কোনও পদক্ষেপ নিতে পারেন। কিন্তু আমি জানি, এর ফল হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। আশা করি ট্রাম্প তা বুঝবেন।”
Regarding Trump’s words about Putin “playing with fire” and “really bad things” happening to Russia. I only know of one REALLY BAD thing — WWIII.
I hope Trump understands this!— Dmitry Medvedev (@MedvedevRussiaE) May 27, 2025
আরও পড়ুন: স্ত্রী চড় মারেনি ‘জাস্ট জোকিং’ কী বললেন ম্যাক্রোঁ? দেখুন এই ভিডিও
উল্লেখ্য, সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানান, “আমি পুতিনকে অনেক দিন ধরে চিনি। আমাদের সম্পর্ক ভালো ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে, সেটা একেবারেই গ্রহণযোগ্য নয়।” ট্রাম্প আরও দাবি করেন, ইউক্রেনের শহরগুলিতে কোনও কারণ ছাড়াই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে, যা একেবারেই ‘পাগলামি’। যদিও এই প্রথম নয়, এর আগেও পুতিনকে ‘পাগল’ বলেও উল্লেখ করেছিলেন ট্রাম্প। তিনি আরও দাবি করেন, “আমি যদি প্রেসিডেন্ট না হতাম, তাহলে রাশিয়ার ভাগ্যে অনেক খারাপ কিছু ঘটে যেত।”
বর্তমানে এই পরিস্থিতিতে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। যুদ্ধ বন্ধের ডাক দিলেও ট্রাম্পের তীব্র মন্তব্য, আর তার জবাবে রাশিয়ার হুঁশিয়ারি, গোটা বিশ্বে বাড়াচ্ছে উদ্বেগ। এদিকে বর্তমানে সমগ্র বিশ্বের পরিস্থিতি অত্যন্ত জটিল। এই অবস্থায় পৃথিবী কি আরেকটি মহাযুদ্ধের চাপ সইতে পারবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।
দেখুন আরও খবর: