ওয়েব ডেস্ক: ‘হাউসফুল ৫’ সিনেমার ট্রেলার লঞ্চে গিয়ে বড় দুর্ঘটনার মুখে অভিষেক বচ্চন। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন জুনিয়র বচ্চন। জানা গিয়েছে, ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে আচমকাই ভেঙে পরে ছাঁদের একাংশ। তাতেই বিপত্তি হাউসফুল ৫ টিমের সকল সদস্যের। হাউসফুল ৫ ছবিটির পরিচালনা করছেন তরুণ মানসুখানি। ২০২৫ সালের ৬ জুন মুক্তি পাবে ছবিটি। এই ছবিতে দেখা যাবে অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জনি লিভার, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনাম বাজওয়া, নার্গিস ফাকরি, সঞ্জয়হাউসফুল দত্ত, জ্যাকি শ্রফ, প্রমুখ। থাকবেন নানা পটেকর, চাঙ্কি পান্ডে, শ্রেয়স তালপাড়ের মতো অভিনেতারাও।
আরও পড়ুন: পরিচালক এবার অভিনেতার ভূমিকায়! কোন চরিত্রে ধরা দেবেন সৃজিত?
মঙ্গলবার ছিল ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। তার আগেই এই বিপত্তিতে রীতিমতো আতঙ্ক ছড়ায় টিমের সদস্যদের মধ্যে। তবে অল্পের জন্য রক্ষা পায় সকলেই । ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায়, অভিষেক বচ্চন সকলকে হাত দিয়ে ভেঙে যাওয়া অংশটি দেখাচ্ছেন। অভিষেককে ঘিরে রয়েছেন টিমের সদস্যরা।
তবে এত বড় একটি অনুষ্ঠানে কিভাবে ছাঁদের অংশ ভেঙে পড়ল, তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে অনেক প্রশ্ন।
দেখুন অন্য খবর