স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগেই আকাঙ্ক্ষিত ৯০ মিটার দূরে জ্যাভেলিন ছুড়েছিলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। এবার এই একই খেলায় বিশ্বরেকর্ড করলেন আর এক ভারতীয়, তাঁর নাম মহেন্দ্র গুর্জর (Mahendra Gurjar)। সুইৎজারল্যান্ডে অনুষ্ঠিত নটউইল প্যারা অ্যাথলেটিক্স গ্রাঁ (Nottwil Para Athletics Grand Prix) প্রিঁতে পুরুষদের এফ৪২ জ্যাভেলিন বিভাগে বিশ্বরেকর্ড করলেন মহেন্দ্র। তাঁর বর্শা অতিক্রম করল ৬১.১৭ মিটার।
২০২২ সালে ব্রাজিলের রবের্তো ফ্লোরিয়ানির ছোড়া ৫৯.১৯ মিটার এতদিন এই বিভাগে সেরা ছিল। তাকে অনেকটা অতিক্রম করে গেলেন ভারতের ২৭ বছর বয়সি প্যারা অ্যাথলিট। প্রথম দুই থ্রোয়ে ৫৬.১১ এবং ৫৫.৫১ মিটার পেরনোর বিশ্বরেকর্ড এল তৃতীয় প্রচেষ্টায়। রবিবার তাঁর শেষ তিনটি থ্রোয়ে বর্শা অতিক্রম করেছিল যথাক্রমে ৫৮.৫৪, ৫৭.২৫ এবং ৫৮.০৭ মিটার।
আরও পড়ুন: পকসো মামলা থেকে অব্যাহতি ব্রিজভূষণ শরণ সিংয়ের
প্রসঙ্গত, এফ৪২ বিভাগের অ্যাথলিটদের ক্ষেত্রে একটি পা মাঝারি মানের ক্ষতিগ্রস্ত থাকে। এই প্রতিযোগিতার এফ৬৪ বিভাগে সেরা হয়েছেন আর এক ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ার সুমিত অন্টিল (Sumit Antil) যিনি প্যারালিম্পিক্সে জোড়া সোনা জিতেছিলেন। এফ৬৪ বিভাগে ৭২.৩৫ মিটার দূরে জ্যাভেলিন ছুড়ে এই প্রতিযোগিতায় সোনার পদক জিতলেন। এফ৬৪ বিভাগের ক্ষেত্রে অ্যাথলিটদের একটি কিংবা দুটি পা মাঝারিমানের ক্ষতিগ্রস্ত থাকে কিংবা কোনও অঙ্গ থাকে না।
দেখুন অন্য খবর: