ওয়েব ডেস্ক: এসএসসি নিয়োগ (SSC Recruitment) সংক্রান্ত জটিলতার আবহে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার তিনি জানালেন, আগামী ৩০ মে’র মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বলে মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও জানান, রিভিউ পিটিশনের বিষয়েও রাজ্যের নজর থাকবে।
এদিন মমতা স্পষ্ট জানান, শীর্ষ আদালতের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। তিনি বলেন, “৩১ মে বিজ্ঞপ্তি জারির শেষ সময়। বিজ্ঞাপন দিতে হবে ৩০ মে। রিভিউয়ের সুযোগ সব সময় খোলা রয়েছে। যত ক্ষণ রিভিউ না হচ্ছে, বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া চালানো হবে। যাঁরা অনলাইনে আবেদন করতে চান, তাঁরা তা করতে পারবেন ১৬ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত। যদি রিভিউ হতে সময় লাগে, তাই হাতে সময় রাখা হয়েছে।”
আরও পড়ুন: ৪৪,২০৩ শূন্যপদ, বিরাট ঘোষণা মমতার
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, হাইকোর্টের নির্দেশে ২৪,২০৩টি পদে নিয়োগ হবে। এর মধ্যে নবম-দশম শ্রেণির শিক্ষকের জন্য শূন্যপদ ২৩,২১২টি। এর মধ্যে চাকরি হারানো প্রার্থীদের অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও, নবম-দশমের শিক্ষকদের জন্য ১১,৫১৭ অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়েছে ।
একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদ তৈরি হয়েছে ১২,৫১৪টি। পাশাপাশি এই সম পদের শিক্ষকের জন্য ৬,৯১২ অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে। এছাড়াও, গ্রুপ সি পদের জন্য ২,৯৮৯টি পদ সহ ৫৭১টি অতিরিক্ত শূন্যপদ তৈ করা হয়েছে। গ্রুপ ডি-র জন্য ৫,৪৮৮টি এবং ১,০০০ অতিরিক্ত শূন্যপদের ঘোষণা হয়েছে।
দেখুন আরও খবর: