ওয়েব ডেস্ক: ইরানে (Iran) নিখোঁজ তিন ভারতীয় (Indian)। তাঁরা হলেন, পঞ্জাবের (Punjab) সাংরুরের বাসিন্দা হুসানপ্রীত সিং, এসবিএস নগরের বাসিন্দা যশপাল সিং, হোশিয়ারপুরের বাসিন্দা অমৃতপাল সিং। তেহরানে (Tehran) ভারতীয় দূতাবাস (Indian Embassy) এই খবর নিশ্চিত করেছে। তাঁদের সন্ধানে খোঁজ চলছে। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ওই তিনজনের পরিবারের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করা হয়। ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে দূতাবাস কর্তৃপক্ষ ক্রমাগত যোগাযোগ রাখছে। বলা হয়েছে নিখোঁজ ভারতীয়দের দ্রুত খুঁজে বের করতে হবে। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
পঞ্জাবের এক এজেন্ট ওই তিনজনকে প্রস্তাব দিয়েছিল দুবাই-ইরান রুটে তাঁদের অস্ট্রেলিয়াতে পাঠানো হবে। সেকথা বলে তাঁদেরকে ওই পথে ইরানে থাকতে হবে বলা হয়। কিন্তু ইরানে তাঁরা মে মাসের ১ তারিখ নামা মাত্রই অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা তাঁদের কাছ থেকে ১ কোটি টাকা দাবি করে। দড়ি বাঁধা অবস্থায় ওই ভারতীয় যুবকদের ভিডিও তাঁদের পরিবারের কাছে পাঠিয়েছে অপহরণকারীরা। টাকা না দিলে খুন করা হবে বলা হয়েছে। ১১ মে থেকে ওই পরিবারগুলি যুবকদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে পারেনি। পঞ্জাবের হোশিয়ারপুরের যে এজেন্ট তাঁদেরকে বিদেশে পাঠিয়েছিলে সে নিখোঁজ। তার বিরুদ্ধে গত ১৬ মে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
আরও পড়ুন: ওলন্দাজ দেশে ১০০ জন সংগীতশিল্পীর কন্ঠে রবীন্দ্র-বন্দনা
এই ঘটনায় উদ্বেগে দিন কাটছে ওই পরিবারগুলির। সূত্রের খবর, বিদেশ মন্ত্রী এস জযশঙ্কর বিষয়টি নিয়ে ইরানের উপ বিদেশ মন্ত্রী মাজিদ রেভা়ঞ্চির সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন।
দেখুন অন্য খবর: