কলকাতা: চাকরিহারা শিক্ষকদের ব্যাপারে নবান্নে (Nabanna) সাংবাদিক সন্মেলনে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা রিভিউ পিটিশন করেছি। রিভিউ পিটিশনের মধ্যে ৩১ মে-এর মধ্যে বিজ্ঞপ্তির প্রক্তিয়া চলবে। কারও চাকরি যাওয়ার কথা আমরা সুপ্রিম কোর্টে বলিনি।’
মমতা বলেন, “রাজ্য থেকে আবেদন করলে সবারটা দেখতে হয়। আমরা রিভিউ পিটিশন নিয়ে অপেক্ষা করছিলাম। আমরা চাকরি প্রার্থীদের চাকরি খেতে চাই না। যেহেতু কোর্টে গরমের ছুটি আমাদেরও হাত বেধে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩১ মে-এর মধ্যে আমরা বিজ্ঞপ্তি জারি করব। আমার রিভিউ পিটিশনে ভালো কিছু হলে সেই অনুযায়ী পদক্ষেপ করবে।”
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী আরও বলেন, “আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে। আইনি পরামর্শ নিয়ে ৩০ মে আমাদের বিজ্ঞপ্তি দিতে হবে। কারোর চাকরি যাবার কথা আমরা সুপ্রিম কোর্টে বলিনি। যারা চাকরি করছেন তাদের সুযোগ দেওয়ার কথা বলেছি। শুনানির আগে আগের নির্দেশ কার্যকর না করলে সবটাই বাতিল হয়ে যাবে। যদি কোড বলে পরীক্ষা দিতে হবে না তাহলে আমরা সেই মতো চলব। আমরা চাই চাকরি হারারা সবাই চাকরিতে বহাল থাকুক। অনেকে আবার ব্যক্তিগতভাবে কোর্টে গিয়েছে নেগেটিভ নির্দেশ আসছে।”
চাকরিহারা শিক্ষকদের মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন,”যারা কাজ করছেন করে যান। নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। প্রত্যেকে পরীক্ষায় বসতে পারবেন, বয়সের জন্য আটকাবে না। ৩০ মে শিক্ষকদের নোটিফিকেশন বেরোবে। ১৫ নভেম্বর মেধা তালিকা প্রকাশ। ২০ নভেম্বর থেকে কাউন্সেলিং। আপাতত নতুন করে পরীক্ষায় বসতেই হবে চাকরিহারাদের। শিক্ষক-শিক্ষা কর্মী মিলিয়ে শূন্যপদ ৪৪ হাজার ২০৩।”
দেখুন আরও খবর: