ওয়েব ডেস্ক: গত ১০ এপ্রিল ঘৃণ্য এক ঘটোনার সাক্ষী হয়েছিল যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। ফাঁকা এলাকায় বন্ধুর সামনে গণধর্ষণের (Kasganj Gang Rape) শিকার হয়েছিল এক নাবালিকা। শুধু তাই নয়, ১৬ বছর বয়সী ওই নাবালিকার উপর যৌন নির্যাতন চালানোর পর তাঁকে এবং তাঁর বন্ধুর থেকে টাকাপয়সা লুটপাটও চালানো হয় বলে অভিযোগ। আর এই ঘটনায় প্রধান অভিযুক্ত ছিল স্থানীয় এক বিজেপি নেতা (BJP leader)। এবার ওই নেতা এবং তাঁর সাগরেতদের বিরুদ্ধে ‘গ্যাংস্টার অ্যাক্ট’-এ (Gangster Act) আইনি কার্যকলাপ শুরু করল পুলিশ।
ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলায়। জানা যায়, ওইদিন ওই নাবালিকা তাঁর এক বন্ধুর সঙ্গে রেশন কার্ডের জন্য আবেদন করে ফিরছিল। মাঝপথে একটি ক্যানালের পাশে তাঁরা যখন দাঁড়িয়ে গল্প করছিল, তখনই স্থানীয় বিজেপি নেতা অখিলেশ প্রতাপ সিং ওরফে গব্বর এবং তার সাত সাগরেত দুজনের উপর চড়াও হয়। নাবালিকাকে প্রথমে বন্ধুর সামনে গণধর্ষণ করা হয় এবং পরে তাঁদের সঙ্গে থাকা গয়না এবং টাকা লুট করা হয়।
আরও পড়ুন: দেনার দায়ে আত্মঘাতী, একই পরিবারের ৭ জনের দেহ উদ্ধার
ঘটনার একদিন পর অর্থাৎ, ১২ এপ্রিল থানায় অভিযোগ জানানো হয়। বিজেপি নেতা গব্বর সহ বাকি সাগরেতদের বিরুদ্ধে দায়ের হয় মামলাও। ভারতীয় ন্যায় সংহিতার ৭০(২), ৩০৮(৫), ১২৬(২), ৩৫১(৩), ৩০৩(২) ধারা সহ পকসো আইনের আওতায় দায়ের হয় লিখিত অভিযোগ। এরপর দোষীদের খুঁজতে তৎপর হয় পুলিশ।
গত ১৮ এপ্রিল রাতে পুলিশ ধাওয়া করে ঘটনার মূল অভিযুক্ত অখিলেশ প্রতাপ সিং ওরফে গব্বরকে গ্রেফতার করে। এরপর একে একে ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে হেফাজতে নেয় পুলিশ। তবে জানা গিয়েছে, গত ২৫ মে মূল অভিযুক্ত গব্বর সহ আরও চার অভিযুক্তকে অন্তর্বর্তী জামিন দিয়েছে আদালত।
দেখুন আরও খবর: