ওয়েব ডেস্ক: গুজরাত সফরের (Gujarat Visit) শুরুতে আবারও দেশের পাকিস্তান-বিরোধী অবস্থান স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দোহোধের এক নির্বাচনী সভা থেকে সরাসরি পাকিস্তানকে (Pakistan) হুঁশিয়ারি দিয়ে মোদি বলেন, “সুখে-শান্তিতে থাকো, রুটি খাও, নইলে গুলি তো আছেই।” এরপর গান্ধীনগরের সভা থেকেও প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, “এবার গুলির জবাব গুলিতে দেওয়া হবে।”
এদিন গান্ধীনগরের সভা থেকে মোদি জানান, ভারতের ধৈর্যের সীমা শেষ। পাকিস্তান আর ছায়াযুদ্ধ চালিয়ে যেতে পারবে না। প্রধানমন্ত্রী বলেন, “সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলেছে ভারত। দেশের মানুষ এখন জাতীয়তাবাদের আবেগে উদ্বেল। পাকিস্তান সরাসরি লড়াইয়ের সাহস না দেখিয়ে ছায়াযুদ্ধের পথে হেঁটেছে—নিরীহ মানুষদের লক্ষ্য করেছে। কিন্তু এবার আর ছাড় নয়। এবার প্রত্যাঘাত হবে কঠোর এবং প্রত্যক্ষ।”
আরও পড়ুন: ‘এবার সব ক্যামেরার সামনে হয়েছে’ হুঙ্কার মোদির
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী জানান, “৬ মে-র ঘটনায় প্রমাণ হয়ে গিয়েছে—এ আর ছায়াযুদ্ধ নয়। মাত্র ২২ মিনিটে আমরা ৯টি সন্ত্রাসবাদী আস্তানা ধ্বংস করেছি, তাও ক্যামেরার সামনে—যাতে কেউ প্রমাণ চাইতে না পারে।”
অন্যদিকে, সিন্ধু জল চুক্তি স্থগিত নিয়েও মোদি বলেন, “আমরা এখনও কিছু করিইনি, তাতেই পাকিস্তান দিশেহারা হয়ে পড়েছে। মাত্র জলাধারের ছোট দরজা খুলেই ওদের অবস্থা বেহাল। ভাবুন, আমরা যদি সত্যিকারের পদক্ষেপ নিই, কী হবে!” সরাসরি পাকিস্তানকে ‘কাঁটা’ বলে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এ কাঁটা উপড়ে ফেলতে হবে। ভারত শান্তি চায়, কিন্তু আত্মসমর্পণ নয়। এবার কড়া জবাব দেওয়ার সময় এসেছে।”
দেখুন আরও খবর: