বাঁকুড়া: বাঁকুড়ায় গেলেন জাতীয় মহিলা কমিশনের (National commission for women) প্রতিনিধিদল। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ বাঁকুড়া জেলা সংশোধনাগারে হাজির হন জাতীয় মহিলা কমিশনের (National commission for women) সদস্য অর্চনা মজুমদারের (Archana Majumder) নেতৃত্বে ১০ জনের প্রতিনিধিদল। বাঁকুড়া জেলা সংশোধনাগারের (correctional facility) ভিতরে ঢুকে জেলের মধ্যে থাকা মহিলা ও পুরুষ কয়েদিদের সঙ্গে কথা বলেন তাঁরা। পাশাপাশি জেলের অন্যান্য বিষয়গুলিও খতিয়ে দেখেন তাঁরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয় মহিলা কমিশনের (National commission for women)সদস্যা জানান, অন্যান্য সংশোধনাগারের তুলনায় বাঁকুড়া সংশোধনাগারের ব্যবস্থা অনেক ভালো। কয়েদিদের খাবারের মান থেকে নানান পরিষেবা নিয়ে প্রশংসাও শোনা গেল তাঁর মুখে।
আরও পড়ুন: বীরভূমে মেগা মিছিল অনুব্রতর
জাতীয় মহিলা কমিশনের (National commission for women) সদস্যা আরও জানান, পারিবারিক বিবাদে খুন এই বিষয়গুলোর দিকে আরও বেশি নজর দেওয়া প্রয়োজন। প্রশাসনের তরফে পদক্ষেপ নিয়ে এই বিষয়গুলো কিভাবে এড়ানো যায় সেই দিকে নজর দেওয়ার কথা বলেন তিনি। এছাড়াও বেশ কিছু বিষয় নিয়ে কর্তৃপক্ষকে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিন জেলা সংশোধনাগার পরিদর্শন করে বাঁকুড়া মেডিক্যাল কলেজ পরিদর্শনে যান জাতীয় মহিলা কমিশনের (National commission for women) প্রতিনিধি দলটি।
দেখুন অন্য খবর