ওয়েব ডেস্ক: অভিনেত্রী তৃপ্তি দিমরি কয়েক বছর আগে বলিউডে পা রেখেছেন। উদীয়মান এই তারকা আস্তে আস্তে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিচ্ছেন। বুলবুল ও কলা ছবিতে কাজ করার পর ‘অ্যানিমেল’ তাকে যথেষ্ট সাফল্য এনে দিয়েছে। বদলে দিয়েছে তাঁর কেরিয়ারের মানচিত্র অনেকটাই। আরণবীর কাপুরের এই ছবির পর তৃপ্তি বেশ কিছু ছবিতে অভিনয় প্রস্তাব পেয়েছেন। শুধু তাই নয় বেড়েছে তার পারিশ্রমিকও।
কয়েকদিন আগেই জানা গেছে, সুপারস্টার প্রভাস(Superstar Prabhas) অভিনীত ‘স্পিরিট'(Spirit) ছবিতে দীপিকা পাড়ুকোনের জায়গায় যোগ দিচ্ছেন অভিনেত্রী তৃপ্তি ডিম্রি(Tripti Dimri)। সম্প্রতি নির্মাতাদের পক্ষ থেকে এমনটাই ঘোষণা করা হয়েছে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা(Sandeep Reddy Vanga)।
সূত্রের খবর দীপিকা পাড়ুকোন এর পারিশ্রমিক মূল্য এবং কাজের শর্তের সঙ্গে প্রযোজক সহমত না হওয়ার ফলেই তার জায়গায় তৃপ্তিকে এই প্রোজেক্ট নেওয়া হয়েছে। সূত্রের খবর এই ছবির বাজেট নাকি ৪০০ কোটি টাকা।কিছুদিন আগে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন অভিনেত্রী। এবার তিনি পোরশে ব্র্যান্ডের বিলাসবহুল একটি গাড়ি কিনলেন। পোর্শে ৯১১ কারেয়া মডেলের গাড়িটি তিনি কিনেছেন। নীল রঙের এই গাড়িটির মূল্য ২.১১ কোটি টাকা।
প্রসঙ্গত,২০২৩ সালের ১ ডিসেম্বর মুক্তি পায় ‘অ্যানিমেল’ সিনেমা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর। সিনেমাটি মুক্তির পরই ফাঁস হয় তৃপ্তি-রণবীর কাপুরের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ। এ দৃশ্যে তৃপ্তিকে প্রায় নগ্ন অবস্থায় দেখা যায়; যা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর হইচই পড়ে যায়।
এরপর বেশ কটি জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তৃপ্তি দিমরি। এ তালিকায় ‘ব্যাড নিউজ’, ‘ভুল ভুলাইয়া থ্রি’ অন্যতম। বর্তমানে তৃপ্তির হাতে দুটো সিনেমার কাজ রয়েছে। এগুলো হলো, ‘ধড়ক টু’, ‘অর্জুন উস্তারা’।