কলকাতা: সোমবার শিক্ষা সচিবের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন চাকরিহারা শিক্ষকরা (SSC JoblessTeacher)। বিকাশ ভবনে (Bikash Bhavan) প্রায় আড়াই ঘণ্টা বৈঠক হয়। এর পরই সাংবাদিক সম্মেলন করে চাকরিহারারা জানিয়ে দিলেন, নতুন করে চাকরির বিজ্ঞপ্তি তাঁরা চান না। কোনও ভাবেই নতুন করে পরীক্ষায় তাঁরা বসবেন না। তাঁদের আর্জি রিভিউয়ের মাধ্যমে চাকরি সুনিশ্চিত করা হোক। একই সঙ্গে জানিয়ে দিলেন, আন্দোলনের রূপরেখা বদল হচ্ছে।
আন্দোলনকারীদের তরফে প্রতিনিধি হাবিবুল্লা বলেন, “আমরা একাধিক দাবি নিয়ে গিয়েছিলাম। কিন্তু কিছুটা আশ্বস্ত হলেও, আমরা সব প্রশ্নের উত্তর পাইনি। তাই এবার আন্দোলন হবে দিল্লিমুখী। বাংলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আন্দোলনকারীরা আরও বলেন, দুর্নীতির জন্য আমাদের আধিকারিকরা দায়ী। কিন্তু আদালত আমাদের দিকটা দেখেনি। আমাদের সঙ্গে ন্যায় হয়নি। আমরা কীভাবে আন্দোলন দিল্লিমুখী করব, তা পরবর্তীকালে স্পষ্টভাবে জানানো হবে। পুনর্বিবেচনার যে আর্জি জানানো হয়েছে, সেটা যেন পুনর্বিবেচিত হয়।
আরও পড়ুন: নতুন নির্দেশ মেট্রো কর্তৃপক্ষের
চাকরিহারা শিক্ষক হাবিবুল্লা জানান, বৈঠকে শিক্ষামন্ত্রী ছিলেন না, শিক্ষাসচিব ছিলেন। শিক্ষামন্ত্রী থাকলে হয়ত ১০০ শতাংশ প্রশ্নের জবাব পেতেন। হাবিবুল্লা বলেন, ‘আমরা শিক্ষাসচিবকে জানিয়ে এসেছি, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। এমন কিছু প্রশ্ন আছে, যার উত্তর শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীই দিতে পারবেন। এ দিনের বৈঠকে তাঁরা যে উত্তর পেয়েছেন, তা পুরোপুরি সন্তোষজনক নয়।
অন্য খবর দেখুন