ওয়েব ডেস্ক: ভারতের বিভিন্ন জায়গা থেকে অবৈধ বাংলাদেশি ধরা পড়ছে। এদেশে বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে তারা যুক্ত। তাদের ফেরানো হচ্ছে বাংলাদেশে (Bangladesh)। একটি তথ্য অনুযায়ী, এবছর ৩০ এপ্রিল পর্যন্ত ১০০ জন বাংলাদেশিকে বাংলাদেশ বর্ডার গার্ডের (BGB) হাতে তুলে দেওয়া হয়েছে। গত বছর ২৯৫ জনকে বাংলাদেশে ফেরানো হয়। এবার এই নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বাংলাদেশের সেনা আধিকারিক। এই ফিরিয়ে দেওয়া বা ‘পুশ ইন (Push In)’ গ্রহণযোগ্য নয়। এই বিষয়ে সরকার নির্দেশ দিলে বাংলাদেশ সেনা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত। বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ নাজিম উদ দৌলা (Najim Ud Daula) এক ইন্টারভিউতে এই মন্তব্য করেন। রবিবারই কলকাতা পুলিস আজাদ শেখ নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী গত ১৮ মে বলেন, যদি ভারতে কোনও অবৈধ বাংলাদেশি থাকেন, তাহলে পাল্টা আমাদের দেশে থাকা ভারতীয়র সঙ্গে আদান প্রদান করা হবে। ভারত ও বাংলাদেশের মধ্য়ে ৪০৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। তার মধ্যে ৩২৩২ কিমি সীমান্তে বেড়া দেওয়া আছে। এই সীমান্তে নজর এড়িয়ে বাংলাদেশিরা বেআইনিভাবে প্রবেশ করে। বাংলা ও অসমে বাংলাদেশি অনুপ্রবেশের সমস্যা বেশি।
আরও পড়ুন: পুতিন ‘পাগলামো’ করছেন ইউক্রেনে: ডোনাল্ড ট্রাম্প
বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের মধ্য দ্বন্দ্ব দেখা দিয়েছে। তা নিয়ে টালমাটাল পরিস্থিতি পদ্মাপাড়ের দেশে। সেই সংক্রান্তে বিষয়ে এদিন বাংলাদেশের ওই সেনা আধিকারিক বলেন, অনেক সময় পরিবারের মধ্যেও ভুল বোঝাবুঝি হয়।
দেখুন অন্য খবর: