কলকাতা: কলকাতা মেট্রোয় (Kolkata Metro) যাত্রী নিরাপত্তায় আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী ১ জুন (রবিবার) থেকে চালু হচ্ছে নতুন নিয়ম—স্টেশনে মেট্রো ঢোকার আগে যদি কেউ হলুদ সুরক্ষা-রেখা পেরিয়ে যান, তাহলে তাঁকে গুনতে হবে ২৫০ টাকা জরিমানা। মেট্রো কর্তৃপক্ষ এই নিয়ম জারি করে জানিয়ে দিয়েছে, যাত্রীদের গাফিলতিতে যাতে আর দুর্ঘটনা না ঘটে, তার জন্যই এই সিদ্ধান্ত।
নজরদারি থাকবে কড়া। স্টেশনে উপস্থিত মেট্রো কর্মী ও আরপিএফ (RPF) জওয়ানদের পাশাপাশি সিসিটিভি-র মাধ্যমে সব যাত্রীর উপর নজর রাখা হবে। কেউ যদি এই হলুদ রেখা অতিক্রম করেন, তাহলে সঙ্গে সঙ্গেই তাঁকে জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: অপারেশন সিঁদুরের সমর্থনে পোস্ট গৃহবধূর, কমেন্টে এল হুমকি
নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে যাত্রীদের সচেতন করতে বড়সড় প্রচার শুরু করেছে মেট্রো রেল। স্টেশনজুড়ে লাগানো হচ্ছে পোস্টার, চালু হয়েছে পাবলিক অ্যাড্রেস সিস্টেমে নিয়ম সংক্রান্ত ঘোষণা। যাত্রীরা যাতে নিয়ম না ভাঙেন, সেই কারণে কাউন্সেলিংয়ের ব্যবস্থাও রাখা হচ্ছে। কর্তৃপক্ষের দাবি, এই সমস্ত পদক্ষেপই যাত্রীদের সুরক্ষার স্বার্থে।
উল্লেখযোগ্য বিষয় হল, নর্থ-সাউথ করিডর অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত ব্লু লাইন মেট্রোতে মাঝেমধ্যেই আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। যদিও অনেক সময় চালকের তৎপরতায় প্রাণরক্ষা সম্ভব হয়, তবু সবসময় তা সম্ভব হয়ে ওঠে না। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় স্ক্রিন ডোর থাকলেও ব্লু লাইনে এখনো এমন প্রযুক্তিগত ব্যবস্থা নেই। কালীঘাট স্টেশনে অস্থায়ী গার্ডরেল দিয়ে সাময়িক সুরক্ষা ব্যবস্থা রাখা হলেও, তা স্থায়ী সমাধান নয় বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
নতুন নিয়ম চালুর মাধ্যমে যাত্রীদের আরও বেশি সতর্ক ও দায়িত্ববান করে তুলতেই এই পদক্ষেপ নিচ্ছে কলকাতা মেট্রো। সময়মতো সকল যাত্রী যদি সচেতন হন, তবে হয়তো দুর্ঘটনাও অনেকটাই এড়ানো যাবে।
দেখুন আরও খবর: