ওয়েব ডেস্ক: পহেলগাম জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর পাল্টা প্রত্যাঘাতে গত ৭ মে পাকিস্তান (Pakistan) এবং পাক অধিকৃত কাশ্মীরে (PoK) সামরিক অভিযান—‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চালায় ভারত। আর এবার এই অভিযান নিয়ে বড় কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। ‘অপারেশন সিঁদুর’-এর সূচনার মাত্র ৩০ মিনিটের মধ্যেই নয়টি জঙ্গিঘাঁটিতে হামলার বিষয়ে পাকিস্তানকে সরাসরি জানানো হয়েছিল বলে সংসদীয় কমিটির বৈঠকে জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
সোমবার অনুষ্ঠিত সংসদের বিদেশ বিষয়ক পরামর্শদাতা কমিটির এই বৈঠকে জয়শংকর আরও জানান, অভিযানের লক্ষ্য ছিল শুধুমাত্র জঙ্গিদের আস্তানা উড়িয়ে দেওয়া। তাঁর কথায়, “অপারেশন সিঁদুর শুরু হওয়ার আধ ঘণ্টার মধ্যেই ইসলামাবাদকে জানিয়ে দেওয়া হয়েছিল যে এটি কোনও সাধারণ সামরিক অভিযান নয়, এর লক্ষ্য ছিল শুধুমাত্র জঙ্গিঘাঁটি।”
আরও পড়ুন: হাইওয়ের উপর কুকর্ম! বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ
তথ্য অনুযায়ী, ভারতের পাল্টা এই অভিযানের পরেই পাকিস্তানের তরফ থেকেই সংঘর্ষবিরতির অনুরোধ আসে। জয়শঙ্করের দাবি, “ইসলামাবাদ থেকেই ডিজিএমও পর্যায়ে সংলাপের প্রস্তাব আসে। সেই আলোচনা সফলভাবেই সংঘর্ষবিরতিতে রূপ নেয়।” সূত্রের খবর, বিদেশমন্ত্রী কমিটির সদস্যদের আশ্বস্ত করেছেন যে ভারত অত্যন্ত লক্ষ্যভিত্তিক এবং নিয়ন্ত্রিতভাবে অভিযান পরিচালনা করেছে। উত্তেজনা এড়ানোর স্বার্থে কৌশলগত সময়েই পাকিস্তানকে বিষয়টি জানানো হয়।
এদিনের এই বৈঠকে সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি তৎপরতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। কেন্দ্রের বার্তা স্পষ্ট—ভারত কোনও রকম উসকানিতে সাড়া না দিলেও, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
দেখুন আরও খবর: