ওয়েব ডেস্ক: হাইওয়ের উপর গাড়ি থামিয়ে রাস্তার উপর সঙ্গম করে ইতিমধ্যে বিতর্কে জড়িয়েছেন মধ্যপ্রদেশের (Madhyapradesh) বিজেপি (BJP) নেতা মনোহর লাল ধকড় (Manohar Lal Dhakad)। সম্প্রতি, তাঁর এই কুকর্মের একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে (Viral CCTV Footage) (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল)। আসলে এই ফুটেজে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের (Delhi Mumbai Expressway) মাঝ রাস্তার উপর এক ব্যক্তিকে এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যাচ্ছে। তদন্তে জানা যায়, ওই ব্যক্তি মধ্যপ্রদেশের মন্দসৌর জেলার বাসিন্দা মনোহর লাল ধকড়, যিনি নিজেকে বিজেপি নেতা বলে দাবি করেন। তবে এই ঘটনার পর বিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে—মনোহরলালকে তারা দলের সদস্য বলে মানতে নারাজ।
জানা গিয়েছে, ঘটনার দিন ছিল ১৩ মে। জায়গাটি ছিল দিল্লি-মুম্বই এক্সপ্রেসের হাই সিকিউরিটি জোন, যেখানে সর্বক্ষণ সিসিটিভি নজরদারি চলে। সেই সিসিটিভি ফুটেজেই ধরা পড়ে অভিযুক্ত মনোহর লাল এবং এক অজ্ঞাতপরিচয় মহিলার আপত্তিকর কার্যকলাপ। ভিডিওটিতে স্পষ্ট দেখা যায় একটি সাদা গাড়ি, যার নম্বর প্লেটের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয় যে গাড়িটি মনোহর লালের নামে নথিভুক্ত।
আরও পড়ুন: চুল গজানোর সার্জারি, মৃত্যু দুই ইঞ্জিনিয়ারের, গ্রেফতার দাঁতের ডাক্তার
ফুটেজ ভাইরাল হতেই মনোহরলালের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করে ভানপুরা থানা। এরপর রবিবার তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তবে, এখনও পর্যন্ত যে মহিলাকে ভিডিওতে দেখা গিয়েছে, তাঁকে গ্রেফতার করা হয়নি।
এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিভাবে হাই সিকিউরিটি জোনের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল, তা নিয়েও তদন্ত চলছে। কর্তৃপক্ষের দাবি, এই ধরনের ফুটেজ পাওয়া মাত্র পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল, তা না করে কেউ বা কারা এই ভিডিও ইচ্ছাকৃতভাবে ভাইরাল করেছে। তাই এই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
দেখুন আরও খবর: