গোয়ালপোখর: জমি বিবাদকে (Land Dispute) কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো। ঘটনা উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর (Goalpokhar) থানার গোয়াবাড়ি চেইনপুর এলাকায়। যার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার পর অভিযুক্তরা পলাতক। জানা গিয়েছে, দিল মহম্মদ ও লাল মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি বিবাদ চলছিল।
চলতি মাসের ১৮ মে সীমানার পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে দিল মহম্মদ ও লাল মিয়ার পরিবারের মধ্যে নতুন করে বিবাদ বাঁধে। সেই বিবাদ চরম আকার নেয়। এমনকী দুই পক্ষের মধ্যে বাঁশ, লাঠি নিয়ে মারামারি শুরু হয়। চলে ইটবৃষ্টিও।
আরও পড়ুন: ফের মালদহে শুট আউট, আশঙ্কাজনক যুবক
অভিযোগ, লাল মিয়া ও তার পরিবারের সদস্যরা বাঁশ, লাঠি হাতে দিল মহম্মদ পরিবারের উপর হামলা চালায়। বাড়িতে দিল মহম্মদের ছেলে আনোয়ারুল হককে একা পেয়ে বেধড়ক মারধর করে তারা। যার ফলে গুরুতর যখম হয় আনোয়ারুল হক। তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে শিলিগুড়ি মেডিক্যালে রেফার করেন।
রবিবার সন্ধ্যায় শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা চলাকালীন আনোয়ারুল হকের মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা। ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অন্যদিকে, মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।
দেখুন অন্য খবর