নদিয়া: সোমবার বিশেষ অভিযান চালিয়ে ফের ১০ জন বাংলাদেশিকে গ্রেফতার (Bangladeshi Arrest) করল নদিয়ার ধানতলা থানার পুলিশ (Police)। ধৃতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। সোমবার আদালতে তোলা হয় ধৃতদের।
পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে নদিয়ার ধানতলা থানার পুলিশ পাঁচ শিশু সহ ১০ জন বাংলাদেশি নাগরিককে (Bangladeshi Arrest) গ্রেফতার করে। বহিরগাছি গ্রাম পঞ্চায়েতের কুলগাছি এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। ধৃত ১০ জন বাংলাদেশির নাম ফারজানা মোল্লা, নাজিম মোল্লা, আদরি মোল্লা, রিক্তা মোল্লা, সাথী মোল্লা, রাবিয়া মোল্লা, শামিম মোল্লা, মুরাদ মোল্লা, ইকবাল মোল্লা, আজিম মোল্লা।
আরও পড়ুন: ফের মালদহে শুট আউট, আশঙ্কাজনক যুবক
জানা গিয়েছে, ধৃত বাংলাদেশিরা এক বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং তারা গুজরাটে চলে যায়। এরপর আবার ধানতলা থানা এলাকায় সোমবার সকালে দেখা যায় তাদের। গোপন সূত্রে খবর পেয়ে, ১০ জনকে গ্রেফতার করে ধানতলা থানার পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। ধৃতরা বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা বলে সূত্রের খবর। সোমবার ধৃতদের রানাঘাট আদালতে তোলে ধানতলা থানার পুলিশ।
দেখুন অন্য খবর