কলকাতা: ধর্মতলা ১২বি বাসস্ট্যান্ড থেকে ১২০ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার হল এক ব্যক্তি। কলকাতা পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার আটক করে রামকৃষ্ণ মাঝি নামে এক যুবককে। ধৃত ব্যক্তি কেতুগ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। সোমবার আদালতে তোলা হয় তাকে।
বাসে করে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র পাচার হচ্ছে, গোপন সূত্রে এমনই খবর পেয়ে রবিবার কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স অভিযান চালায় ধর্মতলা চত্বরে। এক ব্যক্তিকে দেখে সন্দেহ হওয়ায় তল্লাশি চালাতেই ১২০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটক করা হয় তাকে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি পূর্ব বর্ধমানের কেতুগ্রামের পালিটা গ্রাম পঞ্চায়েতের কুলুন গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: ঘোলা থেকে উদ্ধার প্রচুর গাঁজা, পুলিশের জালে ৩
পুলিশ সূত্রে খবর, ধৃত রামকৃষ্ণ সাউথ বেঙ্গল স্টেট কর্পোরেশনের পাশে বাস থেকে নামে। এরপর পুলিশের তল্লাশিতে তার কাছে থেকে উদ্ধার হয় ১২০ রাউন্ড কার্তুজ। যার মধ্যে ১০০টি ৮ এমএম পিস্তলের কার্তুজ ও ২০টি ৭.৬৫ এমএম পিস্তল ছিল। কী কারণে এত কার্তুজ পাচারের ছক, নেপথ্যে কে বা কারা জড়িত, কোথায় পাচার করা হচ্ছিল এত পরিমাণে কার্তুজ, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
কলকাতা পুলিশের এসটিএফ রবিবার সন্ধেবেলা খবর দেয় কেতুগ্রাম থানায়। এরপরই কেতুগ্রাম থানার পুলিশ রামকৃষ্ণ মাঝির বাড়িতে তল্লাশি চালায়। পরিবারের তরফে জানা যায়, রামকৃষ্ণ মাঝি গাড়ি চালাত। কেন সে এই কাজ করল বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরাও। তবে, গ্রামবাসীদের অভিযোগ, রামকৃষ্ণ বরাবারই ভয় দেখাত তাঁদের। অন্যদিকে সোমবারই আদালতে তোলা হয় তাকে।
এর আগেও শহর কলকাতায় বারবার আগ্নেয়াস্ত্র সহ প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধার করা হয়েছে। বহু ছক বানচাল হয়েছে দুষ্কৃতীদের। গ্রেফতারও হয়েছে অনেকে। তারপরও বদল নেই ছবির। প্রশ্ন উঠছে খাস কলকাতা কি তাহলে দিনদিন দুর্বৃত্তদের আঁতুড়ঘর হয়ে উঠছে?
দেখুন অন্য খবর: