স্পোর্টস ডেস্ক: রাফায়েল নাদালকে (Rafael Nadal) বিশেষ সম্মান জানাল ফ্রেঞ্চ ওপেন (French Open) কর্তৃপক্ষ। পেশাদার টেনিস থেকে অবসর নিয়েছেন স্প্যানিশ টেনিস কিংবদন্তি। রোলাঁ গারোঁয় তাঁকে যথাযোগ্য সম্মানের সঙ্গে বিদায় জানানো হল। কোর্টে চিরকালের মতো খোদাই করা হল নাদালের পদচিহ্ন। তা দেখে আবেগে চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি। নাদালের বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন টেনিসের বিগ ফোরের বাকি তিনজনও, রজার ফেডেরার (Roger Federer), নোভাক জোকোভিচ (Novak Djokovic) এবং অ্যান্ডি মারে (Andy Murray)।
রোলাঁ গারোঁয় (Rolland Garros) রেকর্ড ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল। এখানে তিনি জিতেছেন ১১২টা ম্যাচ এবং হেরেছেন মাত্র চারটি। এই রেকর্ড কেউ আদৌ কোনও দিন ভাঙতে পারবে কি না সন্দেহ। তাঁর এই কীর্তিকে সম্মান জানাতেই ফিলিপ শতিয়েঁ কোর্টের মাটিতে খোদাই করা হল নাদালের পদচিহ্ন। তাঁর ডান পায়ের জুতোর ছাপ, পাশে ফ্রেঞ্চ ওপেন ট্রফির ছবি এবং তার নীচে লেখা ১৪। সবার উপরে লেখা রাফা নাদাল। এটা দেখে কেঁদে ফেললেন কিংবদন্তি।
আরও পড়ুন: ফিরতেও পারি, নাও ফিরতে পারি, সেই ধোঁয়াশাই রেখে গেলেন ধোনি
নাদালকে সম্মান জানাতে ফিলিপ শতিয়েঁ স্টেডিয়ামে ১০ হাজার মানুষ ক্লে কোর্টের রঙে টি-শার্ট পরে এলেন, তাতে লেখা ‘মের্সি রাফা’, অর্থাৎ ধন্যবাদ রাফা। এই টি-শার্ট পরেছিলেন এ বছরের প্রতিযোগীরাও। আপার টিয়ারের দর্শকরা সবাই সাদা টি-শার্ট পরেছিলেন। স্ক্রিনে নাদালের ফ্রেঞ্চ ওপেনের এতদিনের জার্নির একটা তিন মিনিটের ভিডিও চালানো হল। যা দেখে ফের আবেগপ্রবণ হয়ে পড়লেন নাদাল।
ফরাসি ভাষায় সবাইকে ধন্যবাদ জানিয়ে নাদাল ইংরেজিতে বললেন, “শেষ ২০ বছর ধরে এই কোর্টে খেলার পর আমি জানি না কীভাবে কথা বলা শুরু করব। এখানে উপভোগ করেছি, কষ্ট করেছি, জিতেছি, হেরেছি এবং সবথেকে বড় কথা আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি কারণ এখানে খেলার সুযোগ পেয়েছিলাম।” এমন অনবদ্য বিদায়ী অনুষ্ঠানের জন্য ফরাসি টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট গিলেস মোরেতোঁ এবং টুর্নামেন্টের ডিরেক্টর অ্যামিল মরেশমোকে ধন্যবাদ জানান নাদাল।
দেখুন অন্য খবর: