ওয়েবডেস্ক- পাকিস্তানের (Pakistan) হামলার জবাবে পাল্টা প্রত্যাঘাত এনেছে ভারত (India)। এই মুহূর্তে দেশের কাছে সবচেয়ে গর্বের বিষয় ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) দক্ষতা ও অপারেশন সিঁন্দুর (Operation Sindur) । এনডিএ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narenda Modi) নেতৃত্ব ও ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের প্রশংসা করে প্রস্তাব পাস হয়। কিন্তু সেই অপারেশন সিঁন্দুর নিয়েই বিতর্কিত মন্তব্য শোনা গেছে বিজেপি নেতাদের গলাতেই।
অপারেশন সিঁন্দুরের পর কর্ণেল সোফিয়া কুরেশিকে ‘সন্ত্রাসবাদীদের বোন বলে উল্লেখ করে বিতর্কে জড়ান মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। এখানেই শেষ নয়, সেই তালিকায় আছেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাম চান্দের জাংরা। বিজেপির এই সাংসদ বলেন, পহেলগামে জঙ্গি হামলার সময় মহিলারা পাল্টা লড়াই করেননি, সাহসিকতা দেখাননি। আমাদের যে সব বীরাঙ্গনা বোনেরা ছিলেন, যাঁদের সিঁথির সিঁদুর মুছে গিয়েছে, তাঁদের মধ্যে বীরাঙ্গনার ভাব ছিল না, জোশ ছিল না, চাড় ছিল না, মন ছিল না, সেই জন্য হাতজোড় করে গুলির শিকার হতে হল।”
আরও পড়ুন- কঠোর নিরাপত্তায় প্রধানমন্ত্রীর সিকিম সফর, পালজোর স্টেডিয়ামে অভ্যর্থনায় থাকবে ১ লক্ষ মানুষ
এর পরেই এনডিএ বৈঠক থেকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রধানমন্ত্রী বলেন, আচরণে সংযত থাকুন, বেঁফাস মন্তব্য বন্ধ করুন। অপারেশন সিঁদুরের পর এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এমনই পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিএ নেতাদের জনতার সামনে ভাষণ দেওয়ার সময় একটু সংযত থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গতকাল দিল্লিতে এনডিএ বৈঠক হয়। অপারেশন সিঁন্দুরের পর এটাই ছিল এনডিএ-এর প্রথম বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে এই বৈঠকে ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও ১৮ জন উপ মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানেই দলীয় নেতা থেকে মুখ্যমন্ত্রী থেকে উপমুখ্যমন্ত্রীদের সহবৎ শেখান প্রধানমন্ত্রী।
দেখুন আরও খবর-