ওয়েবডেস্ক: মধ্য প্রাচ্যের ইরানের (Iran) নাম শুনলে এখন কট্টর মৌলবাদীদের কথা সামনে আসে। প্রায়শই আমেরিকার সঙ্গে বাক যুদ্ধে জড়াতে শোনা যায়। ধর্মীয় ফতোয়ায় বাক রুদ্ধ হতে হয়। বাধা পায় শিল্প। সেই দেশের সিনেমা পরিচালক জাফর পানাহি (Jafar Panahi)। একের পর এক অসামান্য সিনেমা (Movie) তৈরি করে বিশ্ব চলচ্চিত্রের আঙিনায় সমীহ আদায় করে নিয়েছেন। ট্যাক্সি থেকে একটি গোটা সিনেমা শ্যুট করে ট্যাক্সির মতো চলচ্চিত্র উপহার দেন। কখনও নিজের বাসভবনে ‘দিস ইজ নট অ্যা ফিল্ম’ নামে সিনেমা তৈরি করেছেন। দেশ তাঁকে কারারুদ্ধ করেছে। এবার কান চলচ্চিত্র উৎসবে সেরা পুরস্কার পাম দ্য অর (Palme d’Or) জিতে নিলেন জাফর পানাহি। ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যক্সিডেন্ট’ সিনেমার জন্য এই পুরস্কার পেলেন তিনি। তাঁর ব্যক্তি জীবনের ঘটনাকে কেন্দ্র করে এই সিনেমা। পাঁচ জন চরিত্রকে নিয়ে এই সিনেমা। যাঁরা বিশ্বাস করেন তাঁরা চিহ্নিত করতে পেরেছেন সেই ব্যক্তিকে, যিনি কারাগারে তাঁদের উপর অত্যাচার করেছে।
পানাহির কথায়, জেলে থাকার সময় একটি নির্জন সেলে রাখা হয়েছিল তাঁকে। চোখ বেঁধে তাঁকে বাইরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হত। সেসময় যে জিজ্ঞাসা করত তার কণ্ঠস্বর তাকে তাড়া করে বেড়াত। তা নিয়েই কিছু সৃষ্টি করতে চেয়েছিলেন তিনি। পুরস্কার নিতে মঞ্চে উঠলে দর্শকরা জাফর পানাহিকে দাঁড়িয়ে অভিবাদন দেন। পানাহি বলেন, আমাদের বাহিনীতে যোগ দেন। কারও বলার অধিকার নেই আমরা কী করব, বা করব না।
আরও পড়ুন: কানে আলিয়ার লুকে মুগ্ধ করিনা
দেখুন অন্য খবর: