মুর্শিদাবাদ: গতকাল শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ থানার পুলিশ (Murshidabad Police) গোপন সূত্রে খবর পেয়ে, একটি বিশেষ অভিযান চালায় গৌরিবাগ ব্রিজ সংলগ্ন এলাকায়। ওই এলাকা থেকে পুলিশ একটি সন্দেহজনক গাড়িকে আটক করে। তল্লাশির সময় গাড়িটি থেকে ৮ জন বাংলাদেশি নাগরিক এবং ১ জন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক হওয়া ভারতীয় নাগরিকের (Indian Citizen) নাম জামাল শেখ। তার বয়স ৪৪ বছর। তিনি কাটলামারি পালপাড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে প্রবেশ করাতে তিনি সহায়তা করছিলেন বলে সন্দেহ প্রকাশ করছে পুলিশ। তিনি মূলত একজন দালাল (Broker) হিসেবে কাজ করেছেন বলে ধারণা।
আটক হওয়া বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ভারতের বৈধ কাগজপত্র বা পরিচয়পত্র পাওয়া যায়নি। এই তালিকায় রয়েছে- মোঃ রবিউল ইসলাম (২৫), মোঃ ইদ্রিস শেখ (২৬), মিলন শেখ (২৪), আনারুল শেখ (২৫), মিলন গাজী (২২), ফারজানা খাতুন (২৫), জেসমিন খাতুন (২৫), জুলাইকা বিবি সাথি (২৬)। তারা বাংলাদেশের রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, ও নড়াইল জেলার বাসিন্দা।
আরও পড়ুন: হাওড়ার মঙ্গলাহাটে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, অভিযুক্তরা সকলেই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করছিলেন। তাদের কাছে কোনও বৈধ অনুমতি ছিল না। আজ রবিবার ২৫ মে সকালে তাদের সকলকে আদালতে পেশ করা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনার পিছনে কোনও চক্র জড়িত আছে কি না তা জানতে তদন্ত জোরদার করেছে পুলিশ। স্থানীয় প্রশাসন এবং গোয়েন্দা বিভাগ এই ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে আরও কড়া ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
দেখুন অন্য খবর