ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগেই দলকে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। ব্যক্তিগত জীবনের নৈতিক মূল্যবোধ উপেক্ষা করায় এবার নিজের বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে (Tej Pratap Yadav) দল থেকে বহিষ্কার করলেন আরজেডি (RJD) সুপ্রিমো। শুধু দল নয়, নিজের পরিবার থেকেও বড় ছেলেকে বহিষ্কার করলেন লালু যাদব। এক বা দুই নয়, টানা ছয় বছরের জন্য দলের এই সিদ্ধান্ত বহাল থাকবে বলেই জানিয়ে দিয়েছেন আরজেডি প্রধান।
निजी जीवन में नैतिक मूल्यों की अवहेलना करना हमारे सामाजिक न्याय के लिए सामूहिक संघर्ष को कमज़ोर करता है। ज्येष्ठ पुत्र की गतिविधि, लोक आचरण तथा गैर जिम्मेदाराना व्यवहार हमारे पारिवारिक मूल्यों और संस्कारों के अनुरूप नहीं है। अतएव उपरोक्त परिस्थितियों के चलते उसे पार्टी और परिवार…
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) May 25, 2025
এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লালু যাদব লেখেন, “ব্যক্তিগত জীবনে নৈতিক মূল্যবোধ উপেক্ষা করলে, সামাজিক ন্যায়ের জন্য আমাদের সংগ্রাম দুর্বল হয়ে পড়ে। বড় ছেলের কার্যকলাপ, জনসমক্ষে আচরণ এবং দায়িত্বজ্ঞানহীন ব্যবহারের কারণে, আমি তাঁকে দল এবং পরিবার থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। আজ থেকে দলে, এবং পরিবারে ওর কোনও ভূমিকা থাকবে না।”
আরও পড়ুন: পাক চর জ্যোতি মলহোত্রার সঙ্গে রাহুল গান্ধীর ছবি ভাইরাল, সত্যটা কী?
আসলে একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে বিতর্কের জন্ম হয়, যেটি আবার পরে ডিলিটও করে ফেলা হয়। তেজ প্রতাপ যাদবের ফেসবুক প্রোফাইল থেকে একটি ছবি শেয়ার করা হয়, যেখানে তাকে একজন তরুণীর সঙ্গে দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল, “আমি তেজ প্রতাপ যাদব এবং যাকে আপনারা ছবিতে দেখছেন, তার নাম অনুষ্কা যাদব। আমরা গত ১২ বছর ধরে একে অপরকে ভালোবাসি। আজ আমি আমার মনের কথা আপনাদের সামনে প্রকাশ করলাম।”
এই পোস্ট ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে প্রশ্ন ওঠে, ২০১৮ সালে যদি তিনি অনুষ্কার সঙ্গে সম্পর্কে থাকেন, তবে কেন তিনি তৎকালীন বিহারের মন্ত্রী চন্দ্রিকা রায়ের কন্যা ঐশ্বর্যর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন? উল্লেখ্য, ঐশ্বর্যর সঙ্গে তেজ প্রতাপের দাম্পত্যজীবন খুব বেশি দিন স্থায়ী হয়নি। পরে পোস্টটি মুছে ফেলে তেজ প্রতাপ দাবি করেন, তার ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছিল এবং ছবি বিকৃতভাবে পোস্ট করা হয়েছে।
দেখুন আরও খবর: