ওয়েব ডেস্ক: কেরল উপকূলের (Kerala Coast) কাছে সমুদ্রে ডুবে গেল (Sink Off) লাইবেরিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ (Cargo Ship)। পিটিআই সূত্রে জানা গিয়েছে, জাহাজটিতে মোট ৬৪০টি কন্টেনার ছিল, যার মধ্যে ১৩টি কন্টেনারে ‘বিপজ্জনক’ রাসায়নিক পদার্থ মজুত ছিল। এইসব রাসায়নিক সমুদ্রের জলে ছড়িয়ে পড়লে তা সামুদ্রিক জনজীবনের জন্য মারাত্মক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই এই জাহাজডুবিকে নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে বলে খবর।
রবিবার সকালে এই পণ্যবাহী জাহাজটি পুরোপুরি ডুবে যায় বলে জানিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard)। জাহাজে থাকা ২৪ জন নাবিকের মধ্যে ২১ জনকে উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে ভারতীয় নৌসেনা উদ্ধার অভিযানে নামে। ইন্ডিয়ান নেভির জাহাজ ‘সুজাতা’র সহায়তায় আরও তিনজন নাবিককে উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ভারী বৃষ্টি সহ হড়পা বানে বিপর্যস্ত হিমাচলের কুলু ও রামপুর, চম্বায় মৃত যুবক
কিন্তু কেন এই জাহাজডুবিকে ঘিরে বড়তি সতর্কতা নেওয়া হচ্ছে? উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, জাহাজে থাকা ১৩টি বিপজ্জনক কন্টেনারের মধ্যে ১২টিতে ক্যালশিয়াম কার্বাইড ছিল, যা জলের সংস্পর্শে এলে বিষাক্ত গ্যাস উৎপন্ন করে এবং বিস্ফোরণ ঘটাতে পারে। এছাড়া জাহাজটির ট্যাঙ্কারে ছিল ৮৪.৪৪ মেট্রিক টন ডিজেল এবং ৩৬৭.১ মেট্রিক টন ফার্নেস তেল, যা সমুদ্রের জলে মিশে জলদূষণ ঘটাতে পারে।
ইতিমধ্যে কেরল সরকার এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করে চলেছে উপকূলরক্ষী বাহিনী। উপকূলবর্তী এলাকায় সতর্কতাও জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সমুদ্রে ভেসে আসা কোনও বস্তুর সংস্পর্শে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দেখুন আরও খবর: